সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর দিতে হ’বে না “টোল ট্যাক্স”, বি’রা’ট ঘো’ষ’ণা করলেন নীতিন গড়করি

সড়ক পরিবহন নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানিয়েছেন ২০২৪ সালের মধ্যেই গোটা দেশের সাতাশটি সবুজ এক্সপ্রেস ওয়ে তৈরি হবে এবং আমেরিকার সমান রাস্তা ভারতের ক্ষেত্রেও হবে এবং আগামী দিনে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ও নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি জানান, টোল না দিলে শাস্তি ব্যাপার না থাকলেও আগামী দিনের টোল সংক্রান্ত বিল আনার ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে। এই টোল ট্যাক্স সরাসরি কাটা হবে ব্যাংক একাউন্ট থেকে। এই ব্যাপারে তিনি জানান ২৩ আগস্ট ২০২২ সালের নয়াদিল্লিতে এফআইসিসিআই ফেডারেশন হাউসে রোড এন্ড হাইওয়ে সামিটের তৃতীয় সংস্করণ অ্যাক্সিল রেটিং রোড ইনফ্রাস্ট্রাকচার নিউ ইন্ডিয়া@ ৭৫ এর সময়।

তিনি আরো বলেন, যে এখন থেকে আর কাউকে টোল ট্যাক্স দিতে হবে না কারণ তাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি এই টাকা কেটে নেওয়া হবে। এমনকি টোলপ্লাজা গুলির সরিয়ে বসানো হবে ক্যামেরা, যার মাধ্যমে নম্বর প্লেটের মাধ্যমে ব্যাংক থেকে টাকা কাটা যাবে। তিনি জানিয়েছেন, যাদের গাড়িতে এখনো পর্যন্ত নম্বর প্লেট নেই তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই গাড়িতে নেওয়া নম্বর প্লেট বসাতে হবে।

আরো পড়ুন: এবার থেকে TET প’রী’ক্ষা প্রতি বছরই হ’বে, দায়িত্ব নিয়েই ঘো’ষ’ণা প্রাথমিক শিক্ষা পর্ষদের ন’য়া সভাপতির

বর্তমানে এই প্রকল্পের জন্য একটি পাইলট চলছে। এই রকম পরিবর্তন আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হচ্ছে। টোল ব্যবস্থার ক্ষেত্রে নীতিন গড়করি আরো জানিয়েছেন, টোল আদায়ের ক্ষেত্রে দুটো দিক বিবেচনা করা হয়েছে। প্রথমটি হলো গাড়িতে জিপিএস সিস্টেম অন্যদিকে হল আধুনিক নম্বর প্লেট। তবে বর্তমানে এক নম্বর প্লেটের উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, আগামী দিনে এই ধরনের ব্যবস্থা যদি সত্যি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে টোল বুথে আর যানজটের মত অবস্থায় পড়তে হবেনা যাত্রীদের। তিনি আরো জানান, বর্তমানের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি যদি টোল রাস্তায় ১০ কিলোমিটার যান তবে তাকে দিতে হয় ৭৫ কিলোমিটার রাস্তার ফ্রী, কিন্তু নতুন ব্যবস্থা অনুযায়ী এরকম কিছুই হবে না কারণ যে ব্যক্তি যত টুকুই রাস্তার যাবে ততটুকুই চার্জ দিতে হবে।