সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থেকে TET প’রী’ক্ষা প্রতি বছরই হ’বে, দায়িত্ব নিয়েই ঘো’ষ’ণা প্রাথমিক শিক্ষা পর্ষদের ন’য়া সভাপতির

বর্তমানে এসএসসি সংক্রান্ত দুর্নীতি নিয়ে গোটা রাজ্য তোলপাড় অবস্থায়। একের পর তথ্য প্রকাশিত হচ্ছে। আন্দোলন চালাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এই রকম অবস্থাতেই গৌতম পাল দায়িত্ব নিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এই দায়িত্ব গ্রহণ করার ২৪ ঘন্টার মধ্যেই তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং যেখানে তিনি বড়োসড়ো একটি ঘোষণা করেন।

গৌতম বাবু জানান, “এবার থেকে টেট পরীক্ষার নির্দিষ্ট সময়ে প্রত্যেক বছর হবে। নিয়োগে কোনরকম দুর্নীতি থাকবেনা। আমাদের নতুন নীতি এই ব্যাপারে হবে ‘জিরো গ্রিভান্স’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাইছেন আগামীদিনের এইচএস পরীক্ষা যেন স্বচ্ছতার সঙ্গে হয়ে থাকে।”

মুখ্যমন্ত্রীর এই ইচ্ছেকে বাস্তবায়িত করতে তাড়াতাড়ি ভাবে উদ্যোগ নিয়েছেন পর্ষদের নতুন সভাপতি। পর্ষদের নতুন সভাপতি জানান, চাকরিপ্রার্থীদের মনে আগামী দিনে যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে প্রয়োজন হলে তিনি সবার সাথে কথা বলবেন। নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে তিনি নিয়োগের ক্ষেত্রে জোর দেওয়ার ব্যাপারটি ঘোষণা করেন।

এসএসসি সংক্রান্ত দুর্নীতি নিয়ে তিনি কোনো উত্তর দেননি। শুধুমাত্র পরিষ্কারভাবে জানিয়ে দেন, সমস্ত কিছুই এখন আদালতে তাই এই বিষয়ে তিনি কোনো রকম মন্তব্য করবেন না। মঙ্গলবার নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য তার পদ খোয়ালেন। এর পরেই সেই পদের দায়িত্ব পান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল।