Home রাজনীতি তাঁর উপদেশ আমার কাছে আদেশ, অমর্ত্য সেনের ম’ন্ত’ব্য নিয়ে ব’ড়ো প্র’তি’ক্রি’য়া মুখ্যমন্ত্রীর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাঁর উপদেশ আমার কাছে আদেশ, অমর্ত্য সেনের ম’ন্ত’ব্য নিয়ে ব’ড়ো প্র’তি’ক্রি’য়া মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে এমনটাই জানান নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি। আর এর পর থেকেই ভারতের রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে নানান তর্ক বিতর্ক। এবার মুখ খুললেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান এত বড় একজন মানুষের উপদেশ আমাদের কাছে আদেশের মতো।

অর্থাৎ অমর্ত্য সেনের আদেশ চেয়ে অক্ষরে অক্ষরে পালন করবেন বাংলার মুখ্যমন্ত্রী সে কথা বলাই বাহুল্য। সরাসরি কোন প্রতিক্রিয়া দিতে অবশ্য রাজি হয়নি বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানান অমর্ত্য সেন বিশ্ব বরেণ্য পন্ডিত তিনি আমাদের বাংলার গর্ব। তার বাণী এবং পর্যবেক্ষণ পথ দেখায় গোটা দেশকে।

মুখ্যমন্ত্রী জানান তার উপদেশ আমার কাছে আদেশ বর্তমান পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করে তিনি এই মন্তব্য করেছেন বলেই দাবি করেন মমতা। তিনি আরো বলেন বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির যে উত্থান এবং গুরুত্ব তা টের পেয়েছেন অমর্ত্য সেন সবমিলিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

আরো খবর: PhonePe Wallet আপডেট করার আ’গে কিছু গুরুত্বপূর্ণ ক’থা, মেদিনীপুরের এক ব্যক্তির গা’য়ে’ব লাখ টা’কা

সেই সঙ্গে শাসকদের সজাগ করতে চেয়েছেন বলেও সপাটে দাবি করেন মমতা। যদিও এই ব্যাপারে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন অমর্ত্য সেন যদি এই স্বপ্ন দেখেন তবে বলব আপনি মমতাকে আশীর্বাদ করুন আগে।

বাম নেতা সুজন চক্রবর্তী এক হাত নিয়ে বলেছেন সারাদেশের রাজনীতিতে যে প্রচার এবং আলোচনা হয় তাতে অবশ্যম্ভাবী মমতা মোদি। তার কারণ হলো অর্থ এবং প্রচার। এদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো বহুদিন থেকেই দেখছেন বাংলার দিদি।

অমর্তবাবু ঠিকই বলেছেন বিজেপির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তা পুঞ্জিভূত হয়েছে বিভিন্ন আঞ্চলিক দলগুলির হাত ধরেই। তবে এখন বিজেপি বিরোধী জোট গুলিকে একজোট করে কতটা ছাতার তলায় আনতে পারেন মমতা সেটা অবশ্য সময় বলবে। মোটের উপর অমর্ত্য সেনের একটা বক্তব্যে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছে।