সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুরসম্রাজ্ঞী হাসপাতালে, নিজের ইনকামের সব টা’কা লতাজির চিকিৎসায় দি’য়ে দিলেন অটোচালক

সুরের সম্রাজ্ঞী তিনি। অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি রয়েছেন লতামঙ্গেসকার। মারন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে তার। তার শারীরিক অবনতির খবর পেয়ে ভক্তদের মন ভারাক্রান্ত। গোটা দেশ এখন লতা মঙ্গেশকরের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানাচ্ছে। এমতাবস্থায় লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য অর্থ দিয়ে সাহায্য করলেন একজন অটোচালক।

মুম্বাই শহরের রাস্তায় অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন সত্যবান। সংগীতের প্রতি তার বিশেষ অনুরাগ রয়েছে। লতা মঙ্গেশকরের অনেক বড় ভক্ত তিনি। ছোট থেকেই লতামঙ্গেসকারকে দেবী সরস্বতী হিসেবে পূজা করে এসেছেন। নিজের অটোতে ও লতা মঙ্গেশকরের ছবি সেটে সেখানে তার গাওয়া গানের লাইন লিখে রেখেছেন। লতা মঙ্গেশকরের অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য এই ব্যক্তি তিনি তার রোজগারের সমস্ত অর্থ তুলে দিয়েছেন। লতা মঙ্গেশকরের জন্য প্রার্থনা বাক্য লিখে রেখেছেন তার অটোতে। উল্লেখ্য করোনার মৃদু উপসর্গ এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত লতামঙ্গেসকার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবার সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর। চিকিৎসার প্রতীক সমদানীর নেতৃত্বে কয়েকজন দক্ষ চিকিৎসক তার দেখভাল করছেন। লতামঙ্গেসকার দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, এমনটাই চাইছেন তার ভক্তরা। এদিকে লতা মঙ্গেসকারের স্বাস্থ্যের অবনতি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরিবারের তরফ থেকে এই খবরকে ভুয়ো বলে দাবি করা হয়।