সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো খরচ বাড়বে BOB গ্রাহকদের! EMI দি’তে হ’বে বেশি

ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের জন্য দুঃসংবাদ শোনালো সংস্থা। সম্প্রতি এমসিএল আর ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এই সংস্থা। মঙ্গলবার থেকে এই নতুন হার প্রযোজ্য করা হয়েছে।

যার ফলে ব্যাংক গ্রাহকদের পকেটে সরাসরি টান পড়তে চলেছে। এর ফলে ব্যাংকের ঋণ আগের থেকে ব্যয়বহুল হতে চলেছে।প্রতিমাসে ইএমআই বাড়বে। ঋণগ্রহীতাদের পকেটে প্রভাব পড়বে এমসিএল আর এর হার বৃদ্ধি পেলে।

নতুন সুদের হারের ক্ষেত্রে এক বছরের মেয়াদে লোনের উপরে ৭ পয়েন্ট ৫ শতাংশ থেকে সুদ বাড়িয়ে ৭ পয়েন্ট ৬৫ শতাংশ করা হয়েছে। ছয় মাসের জন্য লোন এর ক্ষেত্রে ৭.৩৫ থেকে ৭.৪৫ শতাংশ করা হয়েছে।

আরো পড়ুন: আনা হলো নয়া আইন, ;’ধ’র্ষ’ক’দে’র’; ইঞ্জেকশন দিয়ে ‘;যৌ;’ন’ ক্ষমতা কে’ড়ে নেওয়া হবে

তিন মাসের জন্য লোন নিতে হলে সাত পয়েন্ট ২৫ থেকে ৭ পয়েন্ট ৩৫ শতাংশ লোন বাড়ানো হয়েছে। যদিও এক মাসের জন্য লোনের ক্ষেত্রে কোন রকম বৃদ্ধি করা হয়নি। খুচরো লোনের ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ রেট ধার্য করা হয়েছে। হোম লোনের ক্ষেত্রে ৭.৪৫ থেকে বাড়িয়ে ৮.৮০ শতাংশ করা হয়েছে।

অটো লোনের ক্ষেত্রে ৭.৭০ শতাংশ থেকে দশ পয়েন্ট ৯৫ শতাংশ করা হয়েছে। যদি কোন ব্যক্তি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান সেক্ষেত্রে গাড়ির লোন ১০.২০ শতাংশ থেকে বারো পয়েন্ট ৯৫ শতাংশ করা হয়েছে। দুই চাকার গাড়ির ক্ষেত্রে সুদের হার একই রয়েছে ১১.৯৫ শতাংশ।