সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা’র জন্যই কি পান মশলার বিজ্ঞাপন? “সেলফি” ফ্লপ হওয়ার পর এবার মুখ খুললেন অক্ষয় কুমার

আমাদের কাছে সেলিব্রিটিরা সব সময়ই অনুসরণ যোগ্য। এমন অনেক মানুষ রয়েছেন যারা আইডল মেনে চলেন এক একজন সেলিব্রিটিকে। আর এই মানুষ গুলোই যদি এমন কাজ করেন যা সমাজের জন্য ভালো বার্তা দেয় না সেটা অনেকেই বরদাস্ত করতে পারেন না। তাদের আইডলকে তারা কখনোই ছোটো হতে দিতে চায় না। তাই প্রতিবাদ জানায়। ঠিক যেমন পান মশলার অ্যাড দেওয়ায় অক্ষয় কুমারের উপর রেগে যান তার অনুরাগীরাই।

এরকম প্রতিক্রিয়ার যথেষ্ট কারণ আছে। কারণ অক্ষয় কুমারের মত একটা মানুষ যিনি নিজে ভীষন নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকেন। নিজেকে পুরোপুরি একটা হেলদি ডায়েটের মধ্যে রাখেন। আর তিনি কিনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক পন্মসলার বিজ্ঞাপন দিচ্ছেন। এটা অনেকেই মেনে নিতে পারেন নি।

এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশ্ন করেছিলেন কীভাবে এই কাজ করলেন তিনি। তবে অক্ষয় নিজের ভুল স্বীকার করেছিলেন সকলের কাছে। শুধু তাই নয়, টুইট করে তিনি জানিয়েছেন, “আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ক্ষমা চাইছি। গত কয়েক দিনে আপনাদের প্রতিক্রিয়ার আমার উপর প্রভাব ফেলেছে। আমি কখনও তামাক সেবনের পক্ষে নই, তার বিজ্ঞাপনও করিনি।”

আরো খবর: ২২ এপ্রিল অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি, এই ৫ রাশির ভা’গ্যে’র খেলায় রাজা হয়ে যাবেন

তাঁর থেকে সকলে এটাই এক্সপেক্ট করে যে সে সমাজের জন্য কখনো খারাপ কিছু বিজ্ঞাপন করবেন না। এরপর ওই বিজ্ঞাপন থেকে পাওয়া টাকা নিজের প্রয়োজনে নিতেও অস্বীকার করেন তিনি। তিনি ঐ বিজ্ঞাপন থেকে উপার্জন করা টাকা না নেওয়ার কথা দিয়ে বলেছেন, “পানমশলা সংস্থার সঙ্গে আমার কাজ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভাবতে বাধ্য করেছে।

সংস্থার থেকে পাওয়া পারিশ্রমিক আমি ভাল কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওঁরা বিজ্ঞাপন প্রচার করবেন। তবে ভবিষ্যতে এ নিয়ে আমি সতর্ক থাকব।” এভাবেই তার অনুরাগীদের মন রাখেন তিনি। তাঁর ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদও দেন।