সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকাল ট্রেনের চেহারাই ব’দ’লে যা’চ্ছে, প্রতি কামরায় থাকবে টিভি, দেখতে পারবেন পছন্দের সিনেমা!

ভারতীয় রেলকে বলা হয় ১৩০ কোটি মানুষের লাইফলাইন, যা দশকের পর দশক ধরে সেবা দিয়ে আসছে দেশের নাগরিকদের। এই ভারতীয় রেল সম্পর্কে নতুন এক খবর সামনে এসেছে যা জানলে সত্যিই ভারতীয় রেল সম্পর্কে আপনার বুকের ছাতি চওড়া হবেই। নিজেদের অভিনব উদ্যোগে মাঝে মধ্যেই বড়সড় চমক আনে ভারতীয় রেল।

আরও অত্যাধুনিক হচ্ছে রেল পরিষেবা। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে NJP থেকে শিয়ালদা পর্যন্ত। এবার থেকে লোকাল ট্রেনেই মিলবে সিনেমা দেখার সুযোগ। বিভিন্ন সচেতনতামূক বিজ্ঞাপনও দেখানো হবে লোকাল ট্রেন এবং স্টেশনে লাগানো হবে বড় বড় এলইডিতে।

ব্যাপারটা অনেকটাই এক ঢিলে দুই পাখি মারার মত। একদিকে যাত্রীরা লোকাল ট্রেনে করে যাত্রার সময় যেমন বিনোদনের সুযোগ পাবেন। ফলে যাত্রাপথে একঘেয়েমি অনেকটাই কমবে। অন্যদিকে এই স্ক্রীন গুলিতে বিভিন্ন এডভার্টাইজিং এর মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে রেল মন্ত্রক।

আরো খবর: ট্রেনে কোন জিনিসটি সবথেকে বেশি চুরি হয়? এই উ’পা’য়ে র’ক্ষা করুন সেই দা’মি বস্তু!

সূত্রে খবর, রেল সম্পর্কিত নানা তথ্য প্রচারে ৫০ টি স্টেশনে এলইডি ডিসপ্লে বসানোর কথা আগেই জানিয়েছিল ভারতীয় রেলের খড়্গপুর ডিভিশন।রেলের স্টেশন, আইআরসিটিসি পরিষেবা, কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্প, অজানা রেলপথ, মোবাইল অ্যাপ মারফত অনলাইন টিকিট বুকিং সহ বিভিন্ন ব্যাপারে যাত্রীরা এই ডিসপ্লেতে জানতে পারবেন।

এমনকি এই বিভাগের লোকাল ট্রেনেও চলবে টিভি। যাত্রীদের বিনোদনে দেখানো হবে নান রকম গান, সিনেমা, অনুষ্ঠান ইত্যাদি। এই সবের ফাঁকে চালানো হবে নানা ধরনের বিজ্ঞাপন। এ জন্য একটি বেসরকারি বিনোদন সংস্থার সঙ্গে ই-অকশনের মাধ্যমে সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে রেল।