সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোটি কোটি গ্রাহকরা হবেন উ’প’কৃ’ত! ফিক্সড ডিপোজিটে সু’দ বা’ড়া’লো এই ব্যাংক

HDFC ব্যাঙ্কের পর এবার কয়েক কোটি গ্রাহকদের সুখবর দিল IDBI ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটি আগে একটি সরকারি ব্যাঙ্ক ছিল, তবে এখন এটি একটি বেসরকারি ব্যাঙ্কে পরিণত হয়েছে।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 20 এপ্রিল থেকেই এই নয়া সুদের হার প্রযোজ্য হয়েছে। এক্ষেত্রে 2 কোটি টাকার কম Fixed Deposit-এ সুদের হার পরিবর্তন করা হয়েছে। আর তার ফলেই গ্রাহকেরা FD-তে আগের থেকে বেশি সুদ পাবেন।

IDBI ব্যাঙ্কে Fixed Deposit-এর সময়সীমা রয়েছে 7 দিন থেকে 10 বছরের। সর্বনিম্ন সুদের হার রয়েছে 2.70 শতাংশ। সর্বোচ্চ সুদের হার রয়েছে 5.60 শতাংশ। এর আগে HDFC, ICICI Bank ও Kotak Mahindra Bank FD-তে সুদের হার বাড়িয়েছিল।

আরো পড়ুন: সব রেল স্টেশনের বো’র্ডে হলুদ-কালো দিয়ে কেন লে’খা হয়? অন্য রং কেন ন’য়?

IDBI ব্যাঙ্ক 7 দিন থেকে 30 দিনের মধ্যে 2 কোটি টাকার আমানতের উপর আগের মতোই 2.7 শতাংশ সুদের হার বজায় রেখেছে। অন্যদিকে, 31 থেকে 45 দিনের সুদের হার 2.80 শতাংশ থেকে 3 শতাংশে বৃদ্ধি করেছে ব্যাঙ্ক। একটি রিপোর্ট অনুযায়ী, এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় 3 কোটি।

তাহলে চলুন দেখে নেওয়া যাক FD-তে এই ব্যাঙ্কের নয়া সুদের হার –

7 থেকে 30 দিন – 2.7 %
31 থেকে 45 দিন – 3%
46 থেকে 60 দিন – 3.25%
61 থেকে 90 দিন – 3.40%
3 মাস থেকে 6 মাস – 3.75%
6 মাস থেকে 9 মাস – 4.4%

আরো পড়ুন: মন খা’রা’প করা খবর! আ’লা’দা হয়ে গেলেন কিয়ারা-সিদ্ধার্থ, কেন ব্রেক-আপ হ’লো?

9 মাস থেকে 1 বছরের কম – 4.5%
1 বছর – 5.15%
1 বছর থেকে 2 বছর – 5.25%
2 থেকে 3 বছর – 5.35%
3 থেকে 5 বছরের কম – 5.5%
5 থেকে 7 বছর – 5.6%
7 থেকে 10 বছর – 5.7%