সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানের মসজিদে জ’ঙ্গি হা’ম’লা, এবার কি অস্ট্রেলিয়া না খেলেই ফি’রে যা’বে? বাড়লো জ’ল্প’না

টানা ২৪ বছর পাকিস্তানের মাটিতে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অবশ্য এই সফর নিয়ে জল্পনা চলছিল অনেক আগের থেকেই, আদও অষ্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে খেলতে যাবে কিনা? তবে শেষ পর্যন্ত সেই জল্পনা মিটলেও , শুরু হল নতুন এক চিন্তা। সব কিছুই প্রায় ঠিক ছিল, সমস্ত ধরনের ব্যবস্হাই গ্রহণ করা হয়েছিল তবে সেগুড়ে বালি।

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠে আসছিল। এবারও সেটা নিয়েই জল্পনা চলছিল, কিন্তু সেটা কোনো ভাবে প্রশমন করা গেলেও, সেটা যেন ফের প্রকাশ্যে এসে গেছে। পাকিস্তানের সাথে অষ্ট্রেলিয়ার ৩ টি টেস্ট ম্যাচ বাদেও ১ টি করে ওয়ান ডে ও ১ টি টি-২০ খেলার কথা ছিল।

প্রথম টেস্ট ম্যাচ সবে শুরু হয়েছে, তার সাথে টসে জিতে পাকিস্তান ব্যাট করতে নেমেছে। এর মধ্যে পেশোয়ারে বিশাল বিস্ফোরণ। নিরাপত্তা নিয়ে সবসময় প্রশ্ন উঠেছে পাকিস্তানের ওপরে। এই ক্রিকেটেও সন্ত্রাস হামলা আগে দেখেছি পাকিস্তানে। আর ঠিক সেই কারণেই বহু বছর কোনো দল পাকিস্তানের বুকে খেলতে নামে নি।

আরো পড়ুন: এই লক্ষণগুলো দে’খে বুঝবেন আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অ’নে’ক বে’শি!

এবারও তার একফোঁটাও অন্যথা হয়নি। এবারও গত ৪ ঠা মার্চ প্রথম টেস্টের দিন এমন জোড়ালো হামলা যা নিয়ে ফের প্রশ্ন উঠছে পাকিস্তানের ওপরে, আদও কি খেলা হবে? রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দূরত্ব ১০০ কিমি। সেখানে এতবড় বিস্ফোরণ ঘটেছে। যা নিয়ে উঠছে প্রশ্ন।

স্বাভাবিকভাবেই পাকিস্তানের মাটিতে আদৌ অস্ট্রেলিয়া থাকবে কিনা? সেটা নিয়েও উঠছে প্রশ্ন।এত বড় একটা বিস্ফোরণ যেখানে হয়েছে যার কারণে ৫০ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই এখন উঠছে হাজার প্রশ্ন। তবে একটা কথা বলা যেতেই পারে, আইসিসির তরফ থেকে পাকিস্তানের মাটিতে খেলার ছাড় দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেই ছাড় যে আর বৃদ্ধি করা হবে না সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট।