সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মারুতি সুজুকির EVX কনসেপ্ট কার, এক চা’র্জেই ছু’ট’বে ৫৫০ কি’মি

গত দু’বছর অনুষ্ঠিত হয়নি অটো এক্সপো তাই এবারে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন উদ্যমে শুরু হয়েছে অটো এক্সপো ২০২৩। এখানেই তাদের বহু প্রতীক্ষিত কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এলো বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা maruti suzuki। দীর্ঘদিন ধরে তাদের এই ইলেকট্রিক ভেহিকেল নিয়ে চলছিল টানাপোড়েন। অবশেষে প্রতীক্ষার অবসান।

নতুন ডিজাইনের স্পোর্টস ইউটিলিটি কার, ইভিক্স ২০২৫ সালে বাজারে আসবে। নতুন গাড়ির সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছেন এসএমসি এর সভাপতি রিপ্রেসেন্টেটিভ। এদিন তারা বলেন তাদের একমাত্র লক্ষ্য হলো গাড়ি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমানো অর্থাৎ পরিবেশ বান্ধব গাড়ি তৈরি করা।

গোটা বিশ্বজুড়ে তারা এর আগেও প্রচার করেছেন সেই মতো নতুন গাড়িতে পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের মার্চ মাসে তারা ঘোষণা করেছিলেন ভারতে ব্যাটারি ইলেকট্রিক গাড়ি ভেহিকেল তারা নিয়ে আসবেন। সেই মতো অটো এক্সপোতে উপস্থিত ছিলেন মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিশা সি তাকুচি।

আরো খবর: ইউক্রেনীয় সেনার পা’জরে আ’ট’কে গ্রে’নে’ড, অ’স্ত্রো’প’চা’রে বাঁচলো প্রাণ

ভারত সরকারের তেল আমদানি কমানোর যে নীতি রয়েছে তাকে সম্পূর্ণ সমর্থন করে এই জাপানি সংস্থা হাইব্রিড সিএনজি বায়ো সিএনজি ইথানাল এবং ইলেকট্রিক চালিত গাড়ির উপর জোর দিয়েছে। মারুতি সুজুকি জানিয়েছে এই জাপানি গাড়ি নির্মাতা টয়েটর সঙ্গে নির্মাণ করা হয়েছে গাড়িতে থাকছে এস ইউ ভি এর যাবতীয় বৈশিষ্ট্য।

মারুতি এবং টয়টো কনসেপ্ট এর উপর ভিত্তি করে ৪৩০০ কিমি লম্বা এবং ১৮০০ মিলিমিটার চওড়া এই গাড়িটি নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইরের বডিতে আছে ঢালু ছাদ এবং রাগড ক্ল্যাগিং। একবার চার্জ দিলে ৫৫০ কিলোমিটার আরামসে চলবে এই গাড়ি। এতে লাগানো রয়েছে ৬০ কেডাবল।