সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনীয় সেনার পা’জরে আ’ট’কে গ্রে’নে’ড, অ’স্ত্রো’প’চা’রে বাঁচলো প্রাণ

পৃথিবীতে কত রকম অসম্ভব ঘটনা সম্ভব হয়। এই অসম্ভবকে সম্ভব করার পিছনে হাত থাকে মানুষের। পড়া যেতে পারে দেবতা মানুষের মধ্যেই ভগবান হয়ে আসেন। তার ফলেই অসম্ভব কাজ সম্ভবপর হয়ে থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এই কথা কারোর অজানা নয়। বিধ্বংসী এই যুদ্ধে বলি হয়েছে দুই পক্ষ। এরই মধ্যে ইউক্রেনের এক সৈনিকের পাঁজরে আটকে যায় রাশিয়ার একটি গ্রেনেড।

তখন তার অবস্থা শোচনীয়। মৃত্যুর মুখ থেকে অবশেষে ফিরে আসলেন ওই সৈনিক। চিকিৎসকদের নিরন্তর প্রচেষ্ঠা এবং সফল অপারেশনের মাধ্যমে তিনি প্রাণ ফিরে পেলেন। কিভাবে সম্ভব হল এই অসম্ভব। জানা গিয়েছে ইউক্রেনের সার্জেন্ট মেজর জেনারেল অন্দ্রি ভার্বার শরীরে ওই জীবন্ত গ্রেনেড ঢুকে যায়।

সফলভাবে অপারেশন করবার পর ওই গ্রেনেড শরীর থেকে বার করা হয়। এমনকি শরীরের মধ্যেও ওই জীবন্ত গ্রেনেড বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল। বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই সৈনিক। ইউক্রেনের একটি আঞ্চলিক সংবাদপত্র মারফত জানা গিয়েছে গত ৯ জানুয়ারি রাতে সামরিক ডাক্তাররা এমন অসাধ্য সাধন করেছেন।

সার্ভিসম্যানের শরীরে একটি অবিস্ফোরিত vog গ্রেনেড ঢুকে গিয়েছিল তা অপসারণ করা সম্ভব হয়েছে সফলভাবে। দুই সৈনিককে সঙ্গে নিয়ে এই অপারেশন করা হয়েছিল। অবশেষে ডাক্তাররা এই অপারেশন সফল করতে সক্ষম হন।


এই বিরল অপারেশনের নাম ইলেক্ট্রো কোয়াগুলেশন। রক্তপাত নিয়ন্ত্রণ করতে এবং অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে এক বিশেষ তাপ ব্যবহার করা হয় এই অপারেশনে।

যদি সাধারণ অপারেশন করা হতো তবে ওই গ্রেনেড বিস্ফোরণ হতে পারতো শরীরে। এতে অপারেশনের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়তেন সৈনিক। কিন্তু ঈশ্বরের রূপ ধারণ করে তাকে নবজীবন ফিরিয়ে দিয়েছেন চিকিৎসক।