সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ির এক চা বা’গা’নে লেপার্ড শা’ব’ক ব্য’স্ত খেলায়, মা চিতা এ’সে করলো উ’দ্ধা’র

উত্তরবঙ্গের চাবাগান গুলিতে প্রায়শই পাশের জঙ্গল থেকে চিতাবাঘ শিকারের খোঁজে এসে হানা দেয়। চিতা বাঘের সঙ্গে মানুষের লড়াই সেখানে লেগেই থাকে। জীবন হাতে করেই চা বাগানের কাজ করেন চা শ্রমিকরা। প্রায় সময় সেখানে বাঘে-মানুষে লড়াই এর খবর পাওয়া যায়। চিতা বাঘের হামলায় এ পর্যন্ত জখম হয়েছেন অনেকেই। তাই ওই চা বাগানের শ্রমিকরা সর্বদাই চিতাবাঘের উপস্থিতি নিয়ে আতঙ্কে থাকেন।

তবে এবার যে ঘটনাটি ঘটলো তাতে কার্যত আতঙ্ক নয়, সাধারণ মানুষ একেবারেই এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলেন। শিলিগুড়ি লাগোয়া পাহাড়গুমিয়া চা বাগানে মায়ের সঙ্গে ঢুকে পড়েছিল চিতাবাঘের এক ছোট্ট ছানা। চা বাগানে তাকে একা একাই ঘোরাঘুরি করতে দেখেন শ্রমিকেরা। ছোট্ট ওই বাঘের ছানার বয়স বড়জোর ৩-৪ মাস। তার খুনসুটিতে ভরা মজাদার দৃশ্যের সাক্ষী থাকলেন চা-বাগানের মানুষেরা।

ছানাটি চা বাগানে একা একাই খেলে বেড়াচ্ছিল। চা শ্রমিকদের নজরে আসতেই প্রথমে অবশ্য তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তবে পরে ছানাটিকে একা একা খেলা করতে দেখে তারা বেশ মজা পান। বাঘের ছানা দেখার জন্য অনেকেই এলাকায় ভিড় জমান। সাধারণ মানুষদের মধ্যে অনেকেই আবার চিতাবাঘের ওই ছানাটির ছবি স্মার্টফোন মারফত ক্যামেরাবন্দি করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন সেই ছবি। মুহূর্তের মধ্যেই ভাইরাল চিতাবাঘের ছানার এই ছবি।

বাঘের ছানাটিকে উদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে খবর দেন। তবে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই অবশ্য মা চিতা ছুটে এসে মুখে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। অনুমান করা হচ্ছে মায়ের সঙ্গেই চা বাগানে ঢুকে ছিল ওই ছানাটি। এরপর কোনো কারণে হয়তো মা চিতাটি ছানাকে চা বাগানের মধ্যে ফেলে রেখেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে ছানাটিকে নিয়ে আবার জঙ্গলে ফিরে গিয়েছে মা চিতা। যদিও তার আগেই ছানাটিকে ক্যামেরাবন্দি করে ফেলেছেন উৎসাহিত দর্শক।