সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি সূর্যাস্তের পর এই কা’জগুলি করেন? তবে নিজের স’র্ব’না’শ নিজেই করছেন!

জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য অস্ত যাওয়ার পর বেশ কিছু কাজ করা ঠিক নয়। জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটা মুহূর্ত বিষয়ে নিয়মের কথা বলা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রে বলা রয়েছে নিয়মগুলি যদি না মানা হয় তবে মানুষকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যাস্তের পর বেশ কিছু করা উচিত নয়। মনে করা হয় যে কাজগুলি যদি করা হয় তবে ঘরের পজিটিভ এনার্জি চলে যায়। সূর্যাস্তের পর এমন কিছু কাজ আছে যেগুলো একদমই এড়িয়ে চলা উচিত কারণ এই কাজগুলি যদি করা হয় তবে দেবী লক্ষী ক্রুদ্ধ হয়ে ঘর থেকে চলে যান।

সূর্যাস্তের পর সব সময় স্নান করা থেকে বিরত থাকুন। মনে করা হয় যে সূর্য অস্ত যাওয়ার পর স্নান করা একটা অশুভ ব্যাপার। ধর্মীয় মতে যদি সন্ধ্যার পর স্নান করা হয় তবে দেবী লক্ষ্মী ক্ষুদ্ধ হয়ে গৃহত্যাগ করেন।

আরো খবর: জলের বোতলের দা’ম কেন ৫ টাকা বে’শি? IRCTC-র ঠিকাদারকে জ’রি’মা’না করলো রেল

জ্যোতিষ শাস্ত্র মতে রাতে কাপড় ধোয়া একদমই যাবে না। রাতে কাপড় ধুয়ে খোলা আকাশের নিচে শুকাতে দিলে নেতিবাচক শক্তি কাপড়ের মধ্যে প্রবেশ করে যার ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, শুধুমাত্র ঘরে নয় তার সঙ্গে শরীরের ওপর ও নেতিবাচক শক্তির প্রভাব পড়ে।

জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যাস্তের আগে খাবার খাওয়া সবথেকে শুভ। সন্ধ্যায় উৎকৃষ্ট খাবার খোলা রাখা ঠিক নয় এতে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান। খাবার খোলা থাকলে সেই খাবারে নেতিবাচক শক্তি প্রবেশ করে।