সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জলের বোতলের দা’ম কেন ৫ টাকা বে’শি? IRCTC-র ঠিকাদারকে জ’রি’মা’না করলো রেল

অতি লোভে তাঁতী নষ্ট এই কথা টা আমরা সবাইই জানি। আর তার জল জান্ত নিদর্শন মিলল আবারও। বেশি লাভের আশায় অসৎ পথ অবলম্বন করার জন্য ১ লক্ষ টাকা জরিমানা করা হলো একটি ঠিকাদারের উপর। ঘটনাটি ঘটেছে অম্বালা ডিভিশনে। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, লখনউ-চণ্ডীগড়-লখনউ (১২২৩১/৩২) ট্রেনের এক যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

জানা যাচ্ছে উত্তরপ্রদেশের এক ঠিকাদারের গত ১ ডিসেম্বর চুক্তি করে আইআরটিসি। ১৭ ডিসেম্বর এই চুক্তি শেষ হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই ঘটে এই ঘটনা। জানা যাচ্ছে চণ্ডীগড় থেকে শাহজাহানপুরে এক ব্যাক্তি নাম শিবম ভট্ট যাচ্ছিলেন এই চণ্ডীগড় – লখনৌ ট্রেনে। যাওয়ার পথে সে একটি ঠিকাদার নাম দীনেশ তার কাছ থেকে একটা বোতল জল কেনে।

শিবম – এর কাছ থেকে ওই এক বোতল জলের দাম নেওয়া হয় ২০ টাকা। কিন্তু যখন শিবম ওই জলের এম আর পি দেখে। দেখে যে জলের বোতলটির দাম ১৫ টাকা। অর্থাৎ তাঁর কাছ থেকে ৫ টাকা বেশি দাম নেওয়া হয়। আর এই ঘটনা দেখার পর শিবম রেগে যায়। সে অভিযোগ জানায় আইআরটিসির বিরুদ্ধে। এমন কেনো করা হচ্ছে তাঁর তীব্র প্রতিবাদ জানায় শিবম।

আরো খবর: আয়নায় নিজের মু’খ দেখলেই বু’ঝ’তে পারবেন কোন কোন ভিটামিনের অ’ভা’ব আছে আপনার ম’ধ্যে!

আর এরপরই নড়ে চড়ে বসে রেলপক্ষ। শিবমের অভিযোগ পাওয়ার পরই দীনেশের ম্যানেজার রবিকুমারকে ভারতীয় রেলের ১৪৪ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ওই ঠিকাদারকে জরিমানা করার জন্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনদীপ ভাটিয়াকে পরামর্শ দেয় আইআরটিসি।

তিনি জানিয়েছেন, ঠিকাদারের লাইসেন্স এবং তথ্য খতিয়ে দেখার পর ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আইআরটিসির আঞ্চলিক ম্যানেজারকে জানানো হয়েছে বলে জানা গেছে।