সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিনব শাড়ি বা’নি’য়ে শিরোনামে শিল্পী, এই শাড়ি পরাও যা’বে খি’দে পেলে খেয়েও নিতে পারবেন! রইলো ভিডিও

সামনে পুজো। পূজোতে শাড়ি পরে সেজেগুজে বেরোবেন না তা কি কখনো হয়। কিন্তু অনেকক্ষণ ঠাকুর দেখতে দেখতে হঠাৎ রাস্তায় খিদে পেয়ে গেল, পাশাপাশি সেইভাবে দোকান দেখতেও পাচ্ছেন না। কি করবেন? এদিকে খিদের জালায় পেট চোঁ চোঁ করছে। এই পরিস্থিতিতে খিদে কমাতে পারে আপনার পরনের শাড়ি। কথাটি বোধগম্য হলো না বোধহয়। অবাক হবেন না। এমন একটি অদ্ভুত শাড়ি তৈরি করে সকলকে চমকে দিয়েছেন কেরলের শিল্পী আনা এলিজাবেথ জর্জ। তাঁর তৈরি করা শাড়ি পড়ার পাশাপাশি খাওয়াও যাবে।

এই শাড়ি 5 মিটারের। একশটি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে কাসভু ডিজাইনের শাড়ি তৈরি করেছেন তিনি।স্টার্চের ওয়েফার সাধারণত ব্যবহার করা হয় কেক তৈরির কাজে। কেরালাতে এই ডিজাইনের শাড়ি তৈরি হয়। শিল্পী একদিন মায়ের কাসাভু ডিজাইনের শাড়ি দেখেন। এরপরই এমন একটি ডিজাইনের শাড়ি তৈরি করার কথা মাথায় আসে তার।

তবে এই শিল্পীর মাথায় অন্য একটি বুদ্ধি খেলে যায়। ছোটবেলায় একজনকে একটি রুমাল তৈরি করতে দেখেছিলেন, যা খাওয়ার যোগ্য। তারপর থেকেই ইচ্ছে দানা বাঁধে মনে। সেই উৎসব পূরণ হলো ওনাম উৎসবের সময়। নিজের ইনস্টাগ্রামে সেই শাড়ির ভিডিওটি শেয়ার করেছেন তিনি যা মুহূর্তের মধ্যে হয়ে গেছে ভাইরাল।

শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তবে এই বিশেষ শাড়িটি সকলে কিনতে পারবেন কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি শিল্পী।