সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিদেশ থে’কে শিবাজী মহারাজের তরোয়াল ফে’র’ত আনতে উ’দ্যো’গী মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্র সরকার এবার ছত্রপতি শিবাজীর ঐতিহ্যবাহী তরোয়াল ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হল। এই বিষয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার।

২০২৪ সালে ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেকের ৩৫০তম বর্ষপূর্তি। তার আগেই তাঁর ঐতিহ্যবাহী তরোয়াল বিলেত থেকে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হল মহারাষ্ট্র সরকার। এ ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে চিঠি লেখার ব্যাপারেও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানান সুধীর।

এদিন তিনি আরও বলেন, শিবাজী মহারাজের ‘জগদম্বা তরোয়াল’ আমাদের কাছে খুবই মূল্যবান। ঋষি নিজে ভারতীয় বংশোদ্ভুত হওয়ায় তিনি এই ব্যাপারে উদ্যোগী হবেন বলে আশাবাদী সুধীর।

আরো পড়ুন: ২০০৯ সালের প্রাথমিক নি’য়ো’গে’র বিজ্ঞপ্তি আগামী ২ সপ্তাহের ম’ধ্যে, নি’র্দে’শ হাইকোর্টের

তিনি আরও বলেন, আমরা সরাসরি ঋষি সুনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ব্রিটেন সরকার তরোয়াল ফেরত দিলে, ২০২৪ সালের বিশেষ দিনটি উপলক্ষে আমরা নিজেদের প্রস্তুতি নিতে পারব।