সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধু শিনজো আবে-কে শে’ষ বি’দা’য়, জাপানে প্রধানমন্ত্রী মোদি

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেকৃত্যে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের তাবড় তাবড় নেতারা সেই শেষকৃত্যে যোগ দিয়েছেন। টোকিওতে এই শেষকৃত্য অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন। টোকিওতে পৌছোনোর ছবি প্রধানমন্ত্রী নিজেই পোস্ট করে জানিয়েছেন।

একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য পালন করা হবে। সেখানে নাকি ২০ টি দেশের রাষ্ট্র প্রধানেরা উপস্থিত থাকতে চলেছেন, তার সাথে ১০০ র বেশি প্রতিনিধিরা যোগ দেবেন সেখানে। গত ৮ জুলায় শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে, তিনি পশ্চিম জাপানের নারা শহরে সকালের দিকে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন, আর সেখানেই তাকে গুলি করা হয়।

গুলি করার সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পরেন। ততক্ষণাত ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাচানো সম্ভব হয় না। তবে এর আগে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যে খরচ করা হয়েছে তার তুলনায় সবথেকে বেশী খরচ করা হবে শিনজো আবের শেষকৃত্যে, এমনটাই জানা যায় ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে।

আরো পড়ুন: সু’রে’র স’ম্রা’জ্ঞী লতা মঙ্গেশকরের আ’স’ল না’ম কোনটি? হয়তো কেউই জা’নে’ন না

এই খবরে দারুণ ভাবে ক্ষোভ প্রকাশ করে জাপান। রাণীর শেষকৃত্যে খরচ হয়েছে ১৩০ কোটি ইয়েন, তবে শিনজো আবের শেষকৃত্যে খরচ হবে ১৬৬ কোটি ইয়েন।