সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সু’রে’র স’ম্রা’জ্ঞী লতা মঙ্গেশকরের আ’স’ল না’ম কোনটি? হয়তো কেউই জা’নে’ন না

কিংবদন্তি লতা মঙ্গেশকর এই নামটাই যথেষ্ট। তার কাজের বিস্তৃতি নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কয়েক দশক ধরে কাজ করে এসেছে লতা মঙ্গেশকর। তাকে সবাই কোকিল কন্ঠী হিসেবেও চিনত। এত বয়সে এসেও তার গলার স্বরের একটুও বদল ঘটে নি, যেটা এখনও অবাক করে অনেককে। তার গান, তার শিল্প কর্ম অমর থাকবে সারাজীবন।

শিল্পী কিন্তু শিল্পকে বোঝে, তাই তার এই পথ চলা ছিল ছোট থেকেই। তার এক শিল্পী পরিবারেই জন্ম, তার বাবা ছিলেন একজন মারাঠী নাট্যকার, ক্লাসিকাল ও কঙ্কনি গায়ক। তার মা শিবান্তী ও বাবা দিনানাথ পন্ডিত তার নাম রেখেছিলেন হেমা।

কিন্তু এর পরেই নিজের মেয়ের নামের পরিবর্তন ঘটান তার বাবা, আসলে দিননাথ পন্ডিতের জনপ্রিয় নাটক ভব বন্ধন এর চরিত্রে লতিকার নাম হিসেবে মেয়ের নাম রাখেন লতা। লতা মঙ্গেশকর কিন্তু বাড়ির বড় মেয়ে ছিলেন, তারপরেই ছিল মিনা, আশা, উষা ও একমাত্র ভাই ছিল হৃদয়নাথ।

আরো পড়ুন: ১ অক্টোবর থেকে বে’শ কিছু পরিবর্তন ঘ’ট’ছে, জেনে নিন বি’শ’দে

লতা মঙ্গেশকরের মা ছিলেন শাস্ত্রীয় গায়িকা। জানা যায় একটা সময় লতা মঙ্গেশকরের গানের গলা শুনে দারুণ ভাবে মুগ্ধ হয়ে যায় তার বাবা। এরপরেই সিদ্ধান্ত নেয় মেয়েকে গান শেখানোর। বাবার সামনে খুব একটা গাইতেন না লতা মঙ্গেশকর, বাবার হাত ধরেই পথ চলা লতা মঙ্গেশকরের, তিনি তার শিল্প কর্মের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে ও ভারত রত্ন পেয়েছেন।