সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা’র কো’নো ভ্যালু নেই জিম্বাবোয়েতে, দেশ চা’লা’তে সোনার মুদ্রা চা’লু করলো সেদেশের সরকার

চূড়ান্ত মুদ্রাস্ফীতিতে বেহাল দশা চলছে। তাই জিম্বাবয়ের সেন্ট্রাল ব্যাংক চালু করেছে সোনার মুদ্রা। মুদ্রার বদলে মুদ্রাস্ফীতি এড়াতে স্বর্ণমুদ্রা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবয়ে সরকার। মুদ্রাস্ফীতির ধাক্কায় ওই দেশের স্থানীয় মুদ্রার হাল রীতিমতো বেহাল।

জিম্বাবুয়ের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর একটি বিবৃতিতে জানিয়েছেন জুলাই মাসের ২৫ তারিখ থেকে স্বর্ণ মুদ্রা বিক্রয়ের কাজ শুরু হবে। দেশের স্থানীয় মুদ্রা এবং মার্কিন ডলার ও অন্যান্য নানা মুদ্রার হিসেবে মুদ্রার দর ঠিক করা হবে।

সেই দর অনুযায়ী এই স্বর্ণ মুদ্রার কেনাবেচা হবে। মুদ্রাস্ফীতি আটকানোর জন্য দেশের সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছে। নতুন এই স্বর্ণ মুদ্রা ভিক্টোরিয়া ফলস এর নামে নামাঙ্কিত।

আরো পড়ুন: ৩ কিমি লম্বা গ্লেসিয়ার ভে’ঙে পরলো আল্পসে, এক ধা’ক্কা’য় পা’ল্টে যাবে আবহাওয়া

স্থানীয় এবং আন্তর্জাতিক স্তরে বিক্রি করা হবে এই মুদ্রা। সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এটা জানানো হয়েছে। স্বর্ণ মুদ্রা বিক্রির এই প্রক্রিয়া আন্তর্জাতিক নতুন কোনো বিষয় নয়।

মুদ্রা স্মৃতি এবং যুদ্ধের সময় আগেও এই ধরনের স্বর্ণ মুদ্রা বিক্রি করার প্রক্রিয়া চালু হয়েছে। গতবছর জিম্বাবুয়ে তাদের পলিসিয়ের ৮০ শতাংশ থেকে ২০০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়।