সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩ কিমি লম্বা গ্লেসিয়ার ভে’ঙে পরলো আল্পসে, এক ধা’ক্কা’য় পা’ল্টে যাবে আবহাওয়া

গ্লোবাল ওয়ার্মিং এর জেড়ে পৃথিবীর অবস্থা দিনের পর দিন যেন খারাপের দিকেই এগোচ্ছে। সমুদ্রের জল স্তর বৃদ্ধি পাছে হু হু করে। তাপমাত্রা কমানো যাচ্ছে না কোনো ভাবেই, যার কারণে হিমবাহ গলে জল হয়ে যাচ্ছে।

ইউরোপের আল্পস পর্বতের হিমবাহ ভেঙ্গে পরল যেটার উচ্চতা ৩ হাজার ৩০০ মিটারের মত। প্রকৃতির এই ভয়াল রূপ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বিজ্ঞানীরা। ইতিমধ্যেই তারা জানিয়েছে, জলবায়ুর পরিবর্তন ঘটে চলেছে খুবই দ্রুত গতিতে।

ঠিক এই কারণেই হিমবাহ গলে পরছে। এই মূহুর্তে পৃথিবীর গড় তাপমাত্রা অনেকটাই বাড়তে চলছে এবার থেকে ইউরোপে আগের তুলনায় গ্রীষ্মকালের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে চাষের ওপরেও ব্যাপক প্রভাব পরতে চলেছে।

আরো পড়ুন: অনলাইনেই প্রে’ম, বি’য়ে করতে ভারতে হা’জি’র পাক তরুণী

বিশেষ করে দেখা দিতে পারে জলকষ্ট। এদিকে মার্মোলাডার একটি হিমবাহ গলে পড়েছে, সেই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই ধরনের হিমবাহ গলে পরার ঘটন্সা যদি সামনে আরও শোনা যায় তাহলে ভবিষ্যতের জন্য সেটা ভালো হবে না।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই অঞ্চলে তাপমাত্রা এক ধাক্কায় উঠে গেছে ১০ ডিগ্রীর মতো বৃদ্ধি পাবে। বিশেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মার্মোডলো জাতীয় হিমবাহের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়।

তাঁর স্থায়ীত্বের জন্য তাপমাত্রা বজায় থাকাটা জরুরি। শূন্যের নিচে তাপমাত্রা না থাকার কারণেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।