সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লঙ্কাকান্ড শ্রীলঙ্কায়! ডাল প্রতি কেজি ৬২০, চাল ২২০ টা’কা কেজি

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট চরমে। এখান কার বাজার-দর দেখলে আপনার চোখ কপালে উঠবে। স্বাধীনতার পর থেকে দ্বীপরাষ্ট্রে এই রকম খারাপ অবস্থা আগে কখনও হয়নি। মাত্র আড়াই বছরের ব্যবধানে জিনিসপত্রের দাম বেড়েছে আকাশছোঁয়া।

অনেকেই ডাল, আলু সহ সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম শুনে আঁতকে উঠেছেন । এমনিতেই অর্থনৈতিক সঙ্কটে জেরবার দেশের মানুষ সেখানে তাঁদের আলু কিনে খেতে হচ্ছে প্রতি কেজি ৪৩০ রুপিতে।

২০১৯ সালের যে দাম ছিল সেই দামের থেকে বর্তমানে জিনিসপত্রেরর দাম বেড়েছে দ্বিগুনের বেশি। ৪৩০ রুপিতে বিক্রি হওয়া আলুর আগে দাম ছিল ২৪০। সেটাই বর্তমানে দাঁড়িয়েছে ৪৩০ রুপিতে।

আরো পড়ুন: OMG: পোল্যান্ডের জঙ্গল খুঁড়তেই ৮ হাজার মানুষের ‘দে’হ’ভ’স্ম’ মিললো, উ’দ্ধা’র আধপোড়া কাপড়

সবথেকে দাম বেড়েছে ডালের। আগের ডালের দাম ছিল শ্রীলঙ্কায় ১২০ রুপি। সেটাই ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬২০ রুপি। চালের দাম ১৪৪ শতাংশ বেড়ে ৯০ থেকে হয়েছে ২২০ রুপি।

এমনকি বেড়েছে চিনির দামও। ১০০ রুপি নয় শ্রীলঙ্কার এখন চিন কিনতে হচ্ছে ৩৪০ রুপি প্রতি কেজি। চাল ডাল চিনি কেবল নয় মাছ, কাঁচালঙ্কা সহ কাঁচা আনাজের দামও আগুনের মত।