সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’থা রাখলেন না কেষ্টর আইনজীবীরা! কেন গেলেন না তারা?

তথ্য: আনন্দবাজার পত্রিকা

শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর,মাসখানেক আগে তৃণমূলের (TMC) আরও এক হেভিওয়েট নেতা ধরা পড়েন কেন্দ্রীয় এজেন্সির(CBI) জালে।গরুপাচার (Cow Smuggling Case) মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তারপর থেকেই তিনি রয়েছেন শ্রীঘরে।

মাঝে মধ্যেই কেস্টর শারীরিক অবস্থার অবনতির খবর জানা যায় বিভিন্ন সূত্র থেকে। অনুব্রতকে আগামী ১০ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। বিচারক রাকেশ কুমার মঙ্গলবার মধ্যরাতে অনুব্রতর মামলার শুনানি করেন। বিচারকের বাড়িতেই শুনানি হয় রাত ১২ টার পর।

সেই শুনানি শেষে কেষ্টকে ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।তিনি আরও বলেনছিলেন – “এই ক’দিন অনুব্রতের সঙ্গে দিনে আধ ঘণ্টার জন্য দেখা করতে পারবেন তাঁর আইনজীবীরা।” বুধবার সকাল থেকে দফায় দফায় শুরু হয়ে জেরা।সূত্রে খবর,আজ বেলা ১১টা থেকে আবার জেরা শুরু হয়েছে।

আরো খবর: বৃষ্টির ভ্রু’কু’টি রাজ্যের ৮ জেলায়, আজকের আবহাওয়া কেমন থাকবে জানুন

বুধবার তার সঙ্গে তার আইজীবীর দেখা করতে যাওয়ার কথা থাকলেও কেউ যায়নি।এই বিষয়ে তাঁর আইনজীবী মুদিত জৈন জানিয়েছেন বুধবার দুপুরে মক্কেল অনুব্রতের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি।

কারণ হোলি উপলক্ষে রাজধানীতে ছুটির আবহাওয়া ছিল। তবে তিনি বৃহস্পতিবার দেখা করতে যাবেন একথা জানিয়েছেন। বিচারপতি অসুস্থ অনুব্রতের প্রতিদিন হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশও দিয়েছেন।