সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেরা চিত্রনাট্যকার হি’সে’বে জাতীয় পুরস্কার পেলেন লীনা গাঙ্গুলি, ট্রো’ল নেট দুনিয়ায়

বর্তমানে মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে নিত্যদিনের সিরিয়াল। সাধারণত চিত্রনাট্যকারের লেখা কাহিনীর ওপরেই তৈরী হয় সিরিয়াল। তাই সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের থেকে কাহিনীর চিত্রনাট্যকারদের ভূমিকা কোনো অংশে কম নয়। বরং কোন সিরিয়াল হিট করতে গেলে বড় ভূমিকা থেকে যায় সেই সিরিয়ালের চিত্রনাট্যকারের। লীনা গঙ্গোপাধ্যায় এর লেখনীতে স্টার জলসার অধিকাংশ সিরিয়াল যেমন শ্রীময়ী, মোহর, খড়কুটো ইত্যাদি সম্প্রচারিত হয়। তাঁর এই চিত্রনাট্যগুলি ইতিমধ্যে তাকে অনেক সুনাম দিলেও সিরিয়ালে দেখানো অবাস্তব জিনিসের জন্য তাকে বদনাম শুনতেও হয়েছে।

সম্প্রতি কালার্স টিভি তরফ থেকে বাংলা বিভাগে টেলি অ্যাওয়ার্ডস দেওয়া হয়। এই অ্যাওয়ার্ড এর নাম টেলি অ্যাওয়ার্ডস বাংলা। সেখানেই মোহর এর জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে ‘জাতীয়’ পুরস্কার পেলেন লীনা গঙ্গোপাধ্যায় এবং সেইসঙ্গে খড়কুটোর জন্য সেরা সংলাপ লেখিকা হিসাবেও তিনি এই পুরস্কার পেয়েছেন। স্টার জলসার তরফ থেকে এই সুসংবাদ গতকাল শেয়ার করা হলেও সেখানে একটু ভুল থেকে যায়। তারা পোস্ট দেয় খড়কুটোর অথচ ছবি দেয় মোহরের।

https://www.facebook.com/photo.php?fbid=323565373114049&set=a.245839754219945&type=3

তবে মোহরের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে লীনা গঙ্গোপাধ্যায় এত বড় একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন এটা মানতে পারছেন না নেটিজেনরা। মোহর ধারাবাহিকে মোহরের স্বামী শঙ্খের জীবনে একের পর এক নারীর আগমন ঘটেছে এবং তার জেরে ধারাবাহিকের টিআরপি তলানিতে পৌঁছায় আর সেই কারণেই এই সিরিয়ালের সম্প্রচারের সময়ও পরিবর্তন করা হয়। অনেক নেটিজেনই মোহরের জন্য লীনা গাঙ্গুলীর সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাওয়ার কথা বিশ্বাস করতে পারছেন না।

এই পোষ্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন যে লীনা গাঙ্গুলী হলেন পর’কীয়া রাইটার। অন্য একজন লিখেছেন যে তাকে মোহরের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া অত্যন্ত হাস্যকর। অনেকেই আবার এই পুরস্কারের জন্য চিত্রনাট্যকার সাহানা দত্তকে যোগ্য বলে মনে করেন। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে নেটিজেনরা লীনা গাঙ্গুলীর পুরস্কার প্রাপ্তিতে মোটেই খুশি হননি।