সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাঞ্জাবে ঝাড়ু নিয়ে ভে’ল্কি দেখানোর পর এবার টা’র্গে’ট বাংলা, সং’গ’ঠ’ন ম’জ’বু’ত করতে আসরে AAP

আম আদমি পার্টি এবার পাঞ্জাব অ্যাসেম্বলি ইলেকশন ( Punjab Assembly Election)-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে। জেলায় জেলায় মজবুত সংগঠন ইতিমধ্যেই সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

দিল্লি মডেলে ভর করে পঞ্জাবে ‘বল্লে বল্লে’ AAP-এর এ রাজ্যের প্রায় ১৫ থেকে ১৬টি জেলায় আম আদমি পার্টি ইতিমধ্যেই তাঁদের সংগঠন মজবুত করে ফেলেছে বলে দাবি।

এই প্রসঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু বলেন, দিল্লি মডেল প্রতিষ্ঠিত করতে পেরেছি। নাটকীয় পরিবর্তন হবে এবার। আজ পঞ্জাবে যা হয়েছিল, তার বীজ বপন করা হয়েচিল গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।

আরো পড়ুন: এই পেশাগুলি আগামী দিন বি’রা’ট আ’কা’র ধারণ করবে, এখন থেকেই প্র’স্তু’ত হয়ে যান

সই সংগ্রহ করা হয়েছিল। সদস্য বাড়াতে ক্যাম্পেন চালানো হয়েছিল। এবার একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। আমরা রাষ্ট্রীয় নির্মাণ অভিযান করব।

তিনি আরও বলেন,আগামী ১০ দিনের মধ্যে বাংলা একটি রূপরেখা তৈরি হবে। আরও ঝাঁঝালো ভূমিকা নেওয়া হবে বাংলায়।