সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’দূ’র ভবিষ্যতে এই ৯ টি পেশাই আলোচনার কেন্দ্রে থা’ক’বে, সময় থাকতে প্র’স্তু’তি শু’রু করুন

বর্তমান সময়ের ডিজিটাল যুগে কোন পেশা সব থেকে বেশি সহজলভ্য ও দামি, এইসব কিছু মাথায় রেখেই কাজে যুক্ত হওয়া উচিত। বর্তমান ডিজিটাল সময় কাজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে। বিশেষ করে লক্ষ্য করলে দেখা যাবে, ইন্টারনেট ও প্রতিযোগিতার সময়ে বহু ক্ষেত্রে বহু পরিবর্তন হয়েছে।

দেখা যাচ্ছে নতুন নতুন সুযোগ, চাকরির বাজারে এই ধরনের বাড়বাড়ন্ত মানুষকে আরও বেশি স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু কি কি ধরনের পেশা রয়েছে? তাই একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। মনে করা হচ্ছে যদি ঠিক পথে এগোনো যায়, তাহলে আরও বড় আকার ধারণ করবে এই পেশা গুলি। তাহলে এবার দেখে নেওয়া যাক

কাস্টমার সাকসেস স্পেশালিস্ট- এই পেশাও ভবিষ্যতে বড় আকার নেবে। এর জন্য যে বিষয়গুলির উপর দক্ষতা প্রয়োজন সেগুলি হল টিম ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইত্যাদি।

আরো পড়ুন: অ’র্থ ক’ষ্টে’র মধ্য দিয়ে দিন কা’টা’চ্ছে’ন যোগীর ছোট বোন, ভো’টে দাদার জ’য়ে’র জন্য করছেন পুজো

রোবোটিক্স ইঞ্জিনিয়ার- এঁদের কাজ হল এমন কিছু রোবোট ডিজাইন ও পরীক্ষা করা যেগুলি ব্যবহার করা নিরাপদ এবং আর্থিক দিক থেকেও ব্যবহারের যোগ্য।

ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট- আজকের দিনে এই পেশার রমরমা শিখরে। যে কোনও পরিষেবা বা পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এর বিরাট ভূমিকা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট- এটি ভবিষ্যতে বিরাট জায়গায় পৌঁছতে চলেছে। পাইথন, মেশিন লার্নিং, ইত্যাদি স্কিল জানা প্রয়োজন।

ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার- ক্লায়েন্ট ও সার্ভার দুই দিকের সফটওয়্যারের উপরেই এটি কাজ করে। এর জন্য প্রয়োজন জাভা স্ক্রিপ্ট,বেসিক ডিজাইন এবিলিটির মতো স্কিল জানা।

আরো পড়ুন: রাশিয়ার হা’ম’লা’য় বিশ্বের বৃহত্তম বিমান পু’ড়ে ছাই

জাভাস্ক্রিপ্ট ডেভেলপার- এর জন্য অটোমেশান, বিল্ডিং টুলস, জাভা স্ক্রিপ্ট,CSS Preprocessing, Mongo DB এগুলি জানা প্রয়োজন।

ব্লকচেইন ডেভেলপার- এটি একধরনের সফটওয়্যার ডেভেলপার যা ব্লকচেইন প্রযুক্তির সঙ্গে কাজ করে। এটি এমন একধরনের ডেটা স্টোরেজ যা জনগণ ব্যবহার করতে পারে। C++, Java, Python এর মতো সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন।

এছাড়াও রয়েছে আরও অনেক ধরনের ডিজিটাল পেশা, যা বর্তমান যুব সমাজকে আরো বেশি আগ্রহী করে তুলেছে।