সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’র্থ ক’ষ্টে’র মধ্য দিয়ে দিন কা’টা’চ্ছে’ন যোগীর ছোট বোন, ভো’টে দাদার জ’য়ে’র জন্য করছেন পুজো

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, এবারও কি মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছে যোগী আদিত্যনাথ? ।কিন্তু আজকে যদি সেই রাজনৈতিক চিন্তা ভাবনাও কথাবার্তাতে সরিয়ে রেখে, সাধারণ মানুষের কথা বলা হয় তাহলে কেমন হয়? আমরা সবাই জানি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, তার জীবন খুবই সরল অসাধারণ।

সাত ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম, ভাই মুখ্যমন্ত্রী কিন্তু বোন এখনো সেই ছোট্ট একটি খাবারের দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করে থাকে। এতে স্পষ্ট যে বিজেপির পরিবারতন্ত্রের বিশ্বাস করে না। তবে কাজের চাপ রাজ্যের মানুষের দায়-দায়িত্ব এসবের কারণে ভাই বোনের দেখা খুব কম হয়। কিন্তু তাতে কি হয়েছে?

এখনো ভাই বোনের ভালোবাসা রয়েছে অটুট।ভাই যাতে পুনরায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে পারে সেই কারণে বোন কি করছে? জেনে নেওয়া যাক। ভাই যাতে আসন্ন নির্বাচনের ফলাফলে জয়ী হতে পারে, সেই কারণে বোন নীলকান্ত মহাদেব এর কাছে দৈনিক প্রার্থনা করে।

আরো পড়ুন: ইউক্রেনের আবেদনে সা’ড়া দি’লো ভারত, বড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

এবং সেই প্রসাদ খেয়ে থাকে প্রতিদিন। হয়তো ভাই বোনের দেখা হয় না বহুদিন, কিন্তু মনের টান বলেও তো একটা জিনিস আছে। সেটা কিন্তু তাদের মধ্যে রয়েছে অটুট। যোগী আদিত্যনাথ এর কথা যদি বলা হয়, তাহলে বলতে হয় তার বাসস্থান ছিল উত্তরাখণ্ডের যমকেশ্বর অঞ্চলে।

সেখানকার একটি ছোট্ট গ্রাম পাচুরে তার জন্ম।সেই যমকেশ্বরে এক সন্ন্যাসীর সান্নিধ্যে এসে তিনি সন্ন্যাস গ্রহণ করে সে। ১৯৯৪ সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন,এবং সমস্ত সংসার ধর্ম ত্যাগ করে তার কাজে মনোযোগ দেয়।

কিন্তু তিনি প্রথম থেকেই বিজেপির সমর্থক ছিলেন, বিজেপির হয়ে বছরের পর বছর কাজ করে গেছেন। এবং তার ফল হিসেবে পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন। এবারও সেই আসনের লড়াই শুরু হয়েছে উত্তর প্রদেশে। ভাই যাতে খুব সহজেই নির্বাচনে জয়লাভ করে, সেই কারণেই বোনের দৈনিক পূজার্চনা ভাই এর ভালোর উদ্দেশ্যে।