সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রবা’দ আছে “দুধ-কলা দিয়ে কাল’সাপ পো’ষা”, সত্যিই কি সাপ দুধ খা’য়?

আমরা অনেক সময় বাংলায় প্রচলিত এই প্রবাদটি বলি যে, ‘দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি’। এমনকি বহু গল্প কথাতেও দেখা যায় সাপ বাটি থেকে দুধ খাচ্ছে। কিন্তু সাপ কি সত্যিই দুধ খায়?

আপনি চমকে উঠবেন আসল বৈজ্ঞানিক তথ্য জানলে। সাপ শীতল রক্তের প্রাণী। তারা জল খায়, দুধ খায় না। একমাত্র স্তন্যপায়ী জীবদেরই দুধ খাওয়ার প্রবণতা থাকে। দুধ হজম করতে যে উপাদানটি প্রয়োজন হয়, সাপের পাকস্থলিতে সেই উপাদানটি কখনও তৈরি হয় না।

অর্থাৎ সাপ কখনও-ই দুধ হজম করতে পারে না। তবে সাপুড়েরা যখন সাপ খেলা দেখান, তখন অনেক সময়েই দেখা যায়, তাঁদের কাছে সাপ দুধ খাচ্ছে।

আরো খবর: মেয়ের হ’য়ে কি মা হাসপাতালে ছু’টে গেলেন ঋষভকে দেখতে?

এমনকি বৈজ্ঞানিকরা বলছেন, এক্ষেত্রে সাপকে দীর্ঘদিন জল না খাইয়ে রাখা হয়। তারপর যে-কোনও ধরণের তরল পদার্থ পান করতে দিলেই তারা সেটা পান করে। সাপকে দুধ খাওয়ানোর জন্য সাধারণত এই পদ্ধতিই অবলম্বন করে সাপুড়েরা।