সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টে’ক টিপস! এই প’দ্ধ’তি’তে কল রে’ক’র্ড করলে কেউ টে’র পা’বে না

স্মার্টফোন ব্যবহার করে দিন দিন স্মার্ট হচ্ছেন কেতাদুরস্ত মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করছে স্মার্টফোন। আরো স্মার্ট হচ্ছে পরিষেবা। স্মার্টফোনের এক অপরিহার্য অঙ্গ হলেও whatsapp। বিশ্বের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে একটি হল এই হোয়াটসঅ্যাপ। দিন দিন আরও উন্নত হচ্ছে whatsapp পরিষেবা। শুধু মেসেজ করাই নয় ভিডিও এবং ভয়েস কলেও whatsapp-এ জুরি মেলা ভার।

এমনকি গ্রুপ মিটিং এর জন্য জুম বা google মিট ব্যবহার না করে হোয়াটসঅ্যাপের দ্বারস্থ হচ্ছেন ব্যবহারকারীরা। অনেকে আবার কথা গোপন রাখার জন্য সাধারণ কলের পরিবর্তে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন। কারণ হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং এর কোন সুযোগ থাকে না। যদিও রিচার্জ পরিষেবা বন্ধ থাকলে অনেকে হোয়াটসঅ্যাপের কল করে থাকেন এক্ষেত্রে রেকর্ডিং এর সুবিধা না থাকার সমস্যায় পড়তে হয়।

তবে অনেকেই জানিনা, হোয়াটসঅ্যাপের কল ফোন থেকে সহজেই রেকর্ড করা যায়। সেই পদ্ধতির কথাই জানানো হবে আপনাদের। অ্যান্ড্রয়েড ফোনে মত আইফোনের whatsapp কল রেকর্ডিং করা যায়। আইফোনের হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবার জন্য প্রথমে কুইক টাইম নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।

আরো খবর: ভাবা যায়! আবাস যোজনার তালিকা থে’কে নাম কা’ট’তে তৎপর বর্ধমানের নেতারা!

ম্যাকবুক আইওএস প্ল্যাটফর্মে যে সকল ডিভাইস রয়েছে তারাও ব্যবহার করতে পারবেন এই অ্যাপের সুবিধা। সাধারণ কল হোক বা whatsapp অপর প্রান্তের মানুষটির অনুমতি ছাড়া রেকর্ডিং করা কখনই উচিত নয়। ভারতীয় আইনের দণ্ডবিধি অনুযায়ী এটা একটা গুরুতর অপরাধ বলেই বিবেচিত হয়।