সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একের পর এক গাছে বি’স্ফো’র’ণ ঘটেই চলেছে, মানুষের ঘুম উ’ড়ে গিয়েছে

জাপানের টেক্সাসে ভারী তুষারপাত চলছে। পাল্লা দিয়ে তুষার ঝড়ের দাপট বাড়ছে। বরফ প্রেমীদের জন্য এই দৃশ্য নিঃসন্দেহে মনোরম। তবে প্রকৃতির এই রুপ বর্তমানে রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে টেক্সাসের বাসিন্দাদের কাছে। তুষারঝড়ের কবলে পড়েছে টেক্সাস। এর ফলে সবথেকে বেশি যে সমস্যার মুখে পড়তে হচ্ছে টেক্সাসের বাসিন্দাদের তা হল গাছের বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এবং শব্দ এতটাই প্রবল যে রীতিমতো গোলাগুলি চলছে বলে ভয় হয় বাসিন্দাদের।

টেক্সাসে ভারী তুষারপাত চলছে। পাল্লা দিয়ে তুষার ঝড়ের দাপট বাড়ছে। বরফ প্রেমীদের জন্য এই দৃশ্য নিঃসন্দেহে মনোরম। তবে প্রকৃতির এই রুপ বর্তমানে রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে টেক্সাসের বাসিন্দাদের কাছে। তুষারঝড়ের কবলে পড়েছে টেক্সাস। এর ফলে সবথেকে বেশি যে সমস্যার মুখে পড়তে হচ্ছে টেক্সাসের বাসিন্দাদের তা হল গাছের বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এবং শব্দ এতটাই প্রবল যে রীতিমতো গোলাগুলি চলছে বলে ভয় হয় বাসিন্দাদের।

রাতবিরেতে আচমকাই বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে যায় গাছে। সারারাত ধরে এমন কাণ্ড চলে। ভয়ে ২ চোখের পাতা এক করতে পারেন না বাসিন্দারা। প্রথম প্রথম তারা ভয় পেয়ে পুলিশের কাছেও খবর দিয়েছিলেন।

তবে শেষমেষ এই বিস্ফোরণের আসল কারণ জানা গেল। মাত্রাতিরিক্ত ঠান্ডা আবহাওয়া, তুষারপাত এবং অত্যন্ত কম তাপমাত্রায় আচমকাই ফেটে যাচ্ছে গাছ। গাছের বিস্ফোরণ কোনো অস্বাভাবিক ঘটনা নয়। শীতপ্রধান দেশে যখন তাপমাত্রা অতিরিক্ত কমে যায় যখন গাছের ভিতর এক প্রকার তরল রস জমাট বাঁধতে শুরু করে।

আরো পড়ুন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্র’স্তু’তি রাজ্য সরকারের, ল’গ্নি নিয়ে আ’শা প্র’কা’শ শাসক দলের

গাছের ছালের স্তরগুলির ভিতর এই তরল পদার্থ জমা হতে শুরু করলে কোষগুলি ছড়িয়ে পড়তে শুরু করে। গাছের শিকড়, কান্ড থেকে শুরু করে শাখা-প্রশাখা পর্যন্ত এই ঘটনা ঘটে। চাপ খুব বেড়ে গেলে গাছের ডাল ছিঁড়ে পড়তে থাকে।

অনেক সময় সম্পূর্ণ গাছ ভেঙে পড়তে দেখা যায়। কখনও পুরো গাছ ফেটে গিয়ে বহুদূর পর্যন্ত তার অংশ ছড়িয়ে পড়ে। এত দ্রুত এই বিস্ফোরণ ঘটে যায় যে অনেক দূর পর্যন্ত শব্দ পৌঁছে যায়। তাপমাত্রা মাত্রাতিরিক্ত নিচে নেমে গেলে বড় বড় গাছগুলি লম্বালম্বি ফেটে যায়। এক্ষেত্রেও সেই এক ঘটনা ঘটছে।