সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু ডি’গ’বা’জি, জানুন নীতিশ কুমারের পালটি খাওয়ার ইতিহাস

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দেন নীতীশ। সদ্য পদত্যাগী সদস্য পদত্যাগী মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হচ্ছিল।

বিধায়ক, সাংসদরা এনডিএ ছাড়তে বলেছিল। তাই পদত্যাগ করলাম। এরপরই লালুপ্রসাদ যাদবের বাড়ি গিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি।

জিতেনরাম মাজির হাম দলের চার বিধায়কও নীতীশ কুমারের নেতৃত্বে জেডি(ইউ), আরজেডি জোটকে সমর্থন করবে বলে ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন: আ’ত’ঙ্কে’র পরিবেশ গুজরাটে, নদীতে নামতেই টে’নে নি’য়ে চলে গেল কুমির

২৪৩ আসনের বিহার বিধায়নসভায় এক সবচেয়ে বেশি বিধায়ক রয়েছে আরজেডির। তাদের বিধায়ক সংখ্যা ৭৯। বিজেপির ৭৭ এবং জেডি(ইউ) এর ৪৫ জন। ম্যাজিক ফিগার ১২২।

বিহারে ক্ষমতাসীন জেডি(ইউ)-বিজেপি জোটের মধ্যে প্রবল অশান্তির চলছিলই। জল্পনা, পদ্ম সঙ্গ ত্যাগ করবেন নীতীশ কুমার। সেই চর্চায় শেষ পর্যন্ত সিলমোহর পড়ল।