সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিতা আম্বানির গ্যারেজে এ’লো নতুন গাড়ি, আমেরিকা থে’কে নিজেই আনলেন সেই Sports Car

ভারত তথা গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি। দিন প্রতিদিন তার ব্যবসা ফুলেফেঁপে উঠছে। রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানির অর্থ সম্পত্তি নিয়ে বলতে শুরু করলে শেষ হবে না। তবে একা মুকেশ আম্বানি নন, অর্থ-সম্পদের নিরিখে তার স্ত্রী নিতা আম্বানিও প্রচার পাওয়ার দাবি রাখেন। বর্তমানে তিনিও ভারতবর্ষের একজন নামী ব্যক্তিত্ব।

বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় 82.9 বিলিয়ন। 1985 সালে মুকেশ আম্বানির সঙ্গে নীতার বিয়ে হয়েছিল। মুকেশ আম্বানির ধন সম্পত্তির পরিমাণ দিনে দিনে বেড়েছে।

বর্তমানে বিলাসবহুল গাড়ি, বাড়ি এবং লাক্সারি জীবনযাপন করতেই অভ্যস্ত হয়ে উঠেছেন তাদের পরিবারের সদস্যরা। সম্প্রতি নীতা আম্বানির সম্ভারে সংযুক্ত হল একটি নতুন গাড়ি। একটি প্রিমিয়াম ব্র্যান্ড অডি গাড়ি কিনেছেন নীতা।

আরো পড়ুন: আগামীকাল থে’কে ১৫ দিন প’র্য’ন্ত সমগ্র পশ্চিমবঙ্গে! বি’রা’ট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

অডি এ 9 চ্যামেলিয়ান এই গাড়িটি বর্তমানে এই সংস্থার একটি বিশ্ব বিখ্যাত সংস্করণ। গাড়ির দাম প্রায় 90 কোটি টাকারও বেশি। গাড়িটি স্বয়ংচালিত।

Audi A9 Concept Design Study

গোটা বিশ্বে এই মুহূর্তে গাড়িটির মাত্র কয়েকটি ইউনিট লঞ্চ করা হয়েছে। তার মধ্যে একটি নীতা আম্বানির কাছে এসেছে। গাড়িটি ভারতে পাওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই গাড়ি এসেছে নীতা আম্বানির গ্যারেজে।

আরো পড়ুন: মশা কোন রঙের পোশাককে বে’শি আ’কৃ’ষ্ট ক’রে? যা জানালো গবেষক দ’ল

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনার জন্য কিছু বেশিই খরচ করতে হয়েছে গাড়ির পেছনে। বলতে গেলে এই একটি গাড়ি ভারতে আনার জন্য 100 কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে নীতা আম্বানির। শোনা যাচ্ছে, তিনি বর্তমানে অফিসে যাতায়াতের জন্য এই গাড়িটিকে ব্যবহার করছেন।