সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মশা কোন রঙের পোশাককে বে’শি আ’কৃ’ষ্ট ক’রে? যা জানালো গবেষক দ’ল

মশার কামড়ে ওষ্ঠাগত প্রাণ! যতই বাজার চলতি তেল কিংবা ধুপ ব্যবহার করুন না কেন, মশা কি আপনার কিছুতেই পিছু ছাড়ে না? আবার অনেক সময় দেখা যায় এক জায়গাতে অনেক মানুষ বসে থাকলেও নির্দিষ্ট একটি ব্যক্তিকেই আক্রমণ শানাচ্ছে মশার দল। এর কারণ হতে পারে ওই ব্যক্তির পোশাক। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

মশার কামড়ে ওষ্ঠাগত প্রাণ! যতই বাজার চলতি তেল কিংবা ধুপ ব্যবহার করুন না কেন, মশা কি আপনার কিছুতেই পিছু ছাড়ে না? আবার অনেক সময় দেখা যায় এক জায়গাতে অনেক মানুষ বসে থাকলেও নির্দিষ্ট একটি ব্যক্তিকেই আক্রমণ শানাচ্ছে মশার দল। এর কারণ হতে পারে ওই ব্যক্তির পোশাক। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি বিদেশি গবেষণা পত্রে প্রকাশিত গবেষণার রিপোর্ট অনুসারে মশা কোন মানুষকে আক্রমণ করবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর।

যেমন এডিস মশা মানুষের দেহ নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড চিহ্নিত করে। তারপর সেই উৎস খুঁজে তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আরো পড়ুন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রশান্ত মহাসাগরে আ’ছ’ড়ে পড়বে, বি’রা’ট পরিকল্পনা NASA-র

সবুজ, বেগুনি, নীল ও সাদা রং মশার একেবারেই পছন্দের নয়। বরং লাল, কমলা, কালো রংয়ের উপর মশা বেশি আকৃষ্ট হয়। বিশেষজ্ঞরা আগে মনে করতেন মশা কার্বন-ডাই-অক্সাইড, ঘাম এবং দেহের উষ্ণতা বিবেচনা করে আক্রমণ করে।

এটা ছিল তাদের পুরনো ধারণা। তবে এই ধারণার পরিবর্তন এল। কারণ এই তালিকায় সংযোজিত হল রং। অর্থাৎ মশা শুধুমাত্র কার্বন-ডাই-অক্সাইড, ঘাম এবং দেহ নিঃসৃত উষ্ণতার উপরে নির্ভর করে আক্রমণ করে এমনটা নয়, মশা রং এর ভিত্তিতেও আক্রমণ করে। তাই মশার আক্রমণ থেকে বাঁচতে হলে এবার থেকে সেই সমস্ত রংয়ের পোশাক এড়িয়ে চলুন যেগুলি মশার পছন্দ।