সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রশান্ত মহাসাগরে আ’ছ’ড়ে পড়বে, বি’রা’ট পরিকল্পনা NASA-র

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নাসা। কারণ এই মহাকাশ স্টেশন নিয়ে গবেষণা করে দেখা গেছে আর মাত্র 10 বছর টিকে থাকবে এই মহাকাশ স্টেশন। তারপরেই সেটিকে বাতিল করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না নাসার হাতে। তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একেবারে বাতিল হয়ে যাওয়ার আগেই সেখান থেকে নভচরদের পৃথিবীতে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে এই আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নাসা। কারণ এই মহাকাশ স্টেশন নিয়ে গবেষণা করে দেখা গেছে আর মাত্র 10 বছর টিকে থাকবে এই মহাকাশ স্টেশন। তারপরেই সেটিকে বাতিল করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না নাসার হাতে। তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একেবারে বাতিল হয়ে যাওয়ার আগেই সেখান থেকে নভচরদের পৃথিবীতে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে এই আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা।

আরো পড়ুন: কেমন ছিল জুনিয়র NTR-র বি’য়ে? খরচ হয়েছে প্রা’য় ১০০ কো’টি!

এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থান করছে মহাকাশ স্টেশনটি। এটি বর্তমানে দিনে-রাতে প্রায় দেড় ঘণ্টা অন্তর পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। 1998 সাল থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। বর্তমানে এর গায়ে অজস্র ফাটল দেখা দিয়েছে। তা দেখে বিজ্ঞানীদের অনুমান আর বড়জোর দশ বছর টিকবে এই মহাকাশ স্টেশন। তারপরেই সেটি মহাকাশ বর্জ্যে পরিণত হবে।

International Space Station tilted after thrusters on a Russian craft fired unexpectedly - The Verge

নাসার বিশেষজ্ঞরা তাই 2031 সাল নাগাদ মহাকাশ স্টেশনটিকে পাকাপাকিভাবে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাতিল করে দেওয়ার পর সেটিকে পৃথিবীর কক্ষপথে আর রাখা হবে না। তখন তার জায়গা হবে প্রশান্ত মহাসাগর। বাতিল হয়ে যাওয়া মহাকাশ স্টেশনটিকে প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলেই ডুবিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: আমি অক্ষয় কুমারের স’মা’ন পারিশ্রমিক দা’বি করি, কেন দেওয়া হ’বে না অভিনেত্রীদের?: করিনা কাপুর

বর্তমানে এই মহাকাশ স্টেশন পরিচালনা এবং তার রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর বেশ কয়েক কোটি ডলার খরচ করা হয়। মহাকাশ স্টেশনটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে নাসার। মহাকাশে পর্যটনের ব্যবস্থা করা হতে পারে। কিংবা সেখানে ফিল্ম স্টুডিও গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। নাসার তরফ থেকে জানানো হয়েছিল মহাকাশ স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের জন্য ইতিমধ্যেই তিনটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নাসা।