সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল থে’কে ১৫ দিন প’র্য’ন্ত সমগ্র পশ্চিমবঙ্গে! বি’রা’ট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাকে স্মরণ করতে কাল থেকে 15 দিন ধরে সারা পশ্চিমবঙ্গে বাজবে তার গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্মৃতিচারণ করে বলেন, ২০১১ সালে তিনি বাংলায় সরকার গঠন করার পর একটি উপহার পাঠিয়েছিলেন লতা মঙ্গেশকর।

আরো পড়ুন: মুসলিমদের যা সম্পর্ক আমার স’ঙ্গে, আমারও সেই স’ম্প’র্ক তাদের স’ঙ্গে: যোগী আদিত্যনাথ

লতা মঙ্গেশকরের পাঠানো উপহার ছোট্ট একটি লকেট আজও সযত্নে রাখা আছে তাঁর কাছে। সেই উপহার তাঁর কাছে অমূল্য। তা সারাজীবন তিনি সংরক্ষিত করে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা সঙ্গীত জগতে বিশাল কানেকশন ছিল লতা মঙ্গেশকরের।

আরো পড়ুন: সংবাদমাধ্যমের উপর নে’মে আসলো তালিবানি খাঁ’ড়া, ইসলামের শাসন মেনেই তাদের কা’জ করতে হ’বে!

বলিউড-হলিউড জগতে তো বটেই, বাংলাতেও তিনি অমর হয়ে আছেন তাঁর সৃষ্টিতে। আকাশপ্রদীপ জ্বলে তাঁর প্রথম বাংলা গানের রেকর্ড।

সেই গান মনের মণিকোঠায় এমনভাবেই গেঁথে আছে, মাঝেমধ্যেই সেই সুর ক্যাসিওতে বাজান। লতাজির প্রথম বাংলা গানেই ক্যাসিওয় হাতেখড়ি হয় তাঁর, একথা জানিয়ে মমতা শ্রদ্ধা নিবেদন করেন।