Home আন্তর্জাতিক চাইনিজ রকেট ভারত মহাসাগরে আ’ছ’ড়ে পড়লো, রইলো বি’র’ল ভিডিও

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাইনিজ রকেট ভারত মহাসাগরে আ’ছ’ড়ে পড়লো, রইলো বি’র’ল ভিডিও

অনেক আগেই মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, চিনের সবথেকে শক্তিশালী রকেট পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে। সেইমতো শনিবার চিনের বিধ্বংসী সেই রকেট আছড়ে পড়ল ভারত মহাসাগরে।

এই রকেটে পৃথিবী বিধ্বস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ভারত মহাসাগরের বুকে তা আছড়ে পড়ায় সেই আশঙ্কা দূর হল। এদিন মহাকাশ থেকে দ্রুত গতিতে যেভাবে রকেট আছড়ে পড়েছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

চিনা কার্গো মহাকাশযান বায়ুমণ্ডলে পুড়ে যাওয়ার রকেটের অবশিষ্টাংশ পৃথিবীর দিকে ধেয়ে আসে। মালয়েশিয়ায় পৃথিবীর দিকে তার ধেয়ে আসার ছবি ক্যামেরাবন্দি হয়েছে ।

আরো পড়ুন: জীবনের ঝুঁ’কি, বুলেটপ্রুফ গাড়ি নিয়েও মনে শা’ন্তি নেই সলমনের!

মালয়েশিয়ার কুচিং শহরের আকাশে দেখা গিয়েছে আশ্চর্য আলোর খেলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।


তবে, গত বছরও এমনই এক চিনা রকেট ভারত মহাসাগরের বুকে আশ্রয় নিয়েছিল। এ বছরও এপ্রিলে মহারাষ্ট্রের আকাশে আলোর ঝলকানি দেখা দিয়েছিল। তারপর তা সমুদ্রে পতিত হয়।

চিনের অতীত রেকর্ড ভয়াবহ। ২০২০ সালের মে মাসে আরেকটি লং মার্চ আইভোরি কোস্টে আছড়ে পড়েছিল। এর ফলে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।