সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জীবনের ঝুঁ’কি, বুলেটপ্রুফ গাড়ি নিয়েও মনে শা’ন্তি নেই সলমনের!

আজও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলতে মানুষ একজনকেই প্রথমে চেনেন। আর তিনি হলেন বলিউড সুপারস্টার সালমান খান। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে তিনি কাজ করছেন। অভিনেতা তার ফিল্মি কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

বয়স ৫০ পাড় হয়েছে তা প্রায় অনেক দিন হল। তবে তার জনপ্রিয়তা একইরকম রয়েছে। বরং তা আগের তুলনায় আরও খানিকটা বেড়েছে। ইন্ডাস্ট্রিতে বিতর্কের কথা উঠলেই উঠে আসে সল্লু ভাইয়ের নাম। জীবনে যেমন বিরাট সাফল্য পেয়েছেন, তেমনই একাধিক বিতর্কেও নাম জড়িয়েছে তাঁর।

এই যেমন তাঁর রয়েছে গ্যাংস্টারদের নিয়ে ভয়। তাই তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি আগে থেকেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। তবে শোনা যাচ্ছে এবার সেই নিরাপত্তা আরও জোরদার করতে বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে চলেছেন সলমন খান।

আরো পড়ুন: এই শহরে নেই কো’নো সড়ক! আ’ছে রানওয়ে, ব্যক্তিগত বিমান নিয়েই এরা যাওয়া আ’সা করেন

এখন যে টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলটি তাঁকে চড়তে দেখা যাচ্ছে, সেটি খুব একটা নতুন মডেল নয়। তাই পুরনো প্রজন্মের গাড়িটিকে নতুন রূপ দিতে তিনি গাড়িতে বুলেটপ্রুফ কাচ বসিয়েছেন। সম্প্রতি এই গাড়িটিকে বান্দ্রায় সলমনের আবাসনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। আর তাতেই জল্পনা চড়েছে তুঙ্গে।

এ প্রসঙ্গে সলমনের পরিচিতরা দাবি করছেন, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে আরও বেশি চিন্তা করছেন সল্লু ভাই। আর সেই কারণেই চলতি বছর ইদের দিনেও ঘরেই ছিলেন তিনি, বাইরে বেরোননি। সম্প্রতি আবার নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

পুলিশ সেই আবেদন মঞ্জুর করেছেন। তারপরও নিরাপত্তা আরও মজবুত করতে গাড়িটিকেও বুলেটপ্রুফ করে নিলেন সলমন। মাস কয়েক আগে, সলমনের বাবা সেলিম খানের নিরাপত্তারক্ষীরা হুমকি চিঠিটি উদ্ধার করেছিলেন। সেই কারণে এফআইআরও দায়ের করেছেন তারা। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই। এর আগে কৃষ্ণসার হরিণ-কাণ্ডে সলমনকে হুমকি দেওয়ার ক্ষেত্রে উঠে এসেছিল লরেন্সেরই নাম। তবে এ বার আর অন্য কোনো রিস্ক না নিয়ে সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।