সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’ত’ঙ্কে’র পরিবেশ গুজরাটে, নদীতে নামতেই টে’নে নি’য়ে চলে গেল কুমির

সম্প্রতি গুজরাতের ভদোদরার পাদ্রা তালুকের সোখদারাগু গ্রামের একটি ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে একটি যুবককে পা ধরে এক বিশাল কুমিরে টেনে নিয়ে যাচ্ছে নদীর গভীরে।

যুবকটি বাঁচার অনেক চেষ্টা করলেও অসফল হয় সে। ততক্ষনে অনেক গভীরে নিয়ে চলে যায় তাকে। এই ঘটনা ঘিরেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায়, ওই যুবকের নাম ইমরান দেওয়ান।

আর তার ভাই জাভেদ দেওয়ানের কাছ থেকেই সব তথ্য পাওয়া যায়,জানা যায় কুমিরে টেনে নিয়ে যাওয়া যুবকটির সমস্ত ব্যাপারে। জাভেদ জানিয়েছে যে – ঘটনার দিন ইমরান খুব সম্ভবত পা পিছলে পড়ে যান নদীর জলে, এর পরই কুমিরে এসে টেনে নিয়ে যায় তাকে নদীর গভীরে ।

আরো পড়ুন: ওপরতলার নি’র্দে’শেই অনুব্রতর বাড়িতে ডাক্তার পা’ঠা’নো হয়েছে, বললেন বোলপুর হাসপাতালের সুপার

সে আরোও জানায় যে, পেশায় কৃষিজীবী ছিল ইমরান। এবং সে বিবাহিত ছিল। ইমরানের দেহ এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তল্লাশি চালিয়ে যাচ্ছে এখনও সকলে, এছাড়াও জাভেদ জানিয়েছে বর্ষায় নদীর জল বেড়েছে বলেই সম্ভবত ইমরানের দেহ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায় যে – তাঁরা ইমরানকে কুমিরের মুখ থেকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। পরে তাঁরা দমকল বিভাগেও খবর দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইমরানের জীবিত থাকার কোনো সম্ভাবনাই ছিল না।

প্রতি বর্ষাতেই গুজরাতের ওই গ্রামে প্রচুর বৃষ্টি হলে নদী প্রায় ডুবে যায়। কুমির উঠে আসে পথে ঘাটে। কুমির ধরার জন্য বিশেষ দল থাকলেও তাঁরা খুব দুশ্চিন্তায় আছে। কুমিরগুলো যখন তখন আক্রমণ করার ভয়ে আতঙ্কিত এলাকা বাসী।