সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরীর সমুদ্র তটে জেলিফিশের হা’না, গত ৪ দিনে আ’ক্রা’ন্ত ১৩

রথযাত্রা উপলক্ষে পুরীতে এখন হাজার হাজার পুণ্যার্থীর ভিড় বাড়ছে। তবে এই সময় পুরীর সমুদ্রে প্রচুর সংখ্যক নীল জেলিফিশ দেখা দিয়েছে। পুরীর সমুদ্র তটে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করছেন।

বালির মধ্যে ঘাপটি মেরে বসে থাকছে এই জেলিফিশগুলো। তাদের বিষাক্ত কামড়ে 13 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।

এদের মধ্যে সাতজন বাঙালি। ইতিমধ্যে অনেকে হোটেলে প্রাথমিক চিকিৎসা করিয়েছিলেন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। সমুদ্রে স্নান করতে নেমে অনেকেই জেলিফিশের কামড়ে আক্রান্ত হচ্ছেন।

আরো পড়ুন: “উপরতলার অনুরোধেও নি’য়ো’গ করতে হয়”, রাজ্যবাসীকে কি বো’ঝা’তে চেয়েছেন কুনাল ঘোষ?

এক মহিলা পর্যটকদের পায়ের পাতায় জেলিফিশ জড়িয়ে যায়। তার পায়ে যন্ত্রণা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই অবশ হয়ে যায় পা। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ছয় বছরের একটি শিশুকেও জেলিফিশ কামড়ে দেয়।

জেলিফিশের কামড় খেয়ে অনেকেরই পায়ে এবং বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ব্যথা কমানোর ওষুধ দিলে কয়েক ঘন্টার মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।

পুরীর জেলা প্রশাসনের কর্তারা অবশ্য জানাচ্ছেন উড়িষ্যার উপকূলে মাঝেমধ্যে মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা যায়। 2018 সালে অনেক মৃত জেলিফিশের খোঁজ পাওয়া গিয়েছিল। কিন্তু গত কয়েকদিনে জেলিফিশের ছোবলে একের পর এক পর্যটক হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে আতঙ্ক ছড়াচ্ছে।