সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুকুলের বি’রু’দ্ধে অ’স্ত্র হাতে পেলো বিজেপি, প্র’স্তু’তি শুরু শুভেন্দুর

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে ফিরে গিয়েছেন মুকুল রায়। মুকুল রায় দরকার করার পর থেকে কার্যত একে একে দল ছাড়ছেন বিজেপির বিধায়করা। দলবদলু মুকুল রায়কে শায়েস্তা করার জন্য উপায় খুঁজছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। এতদিনে মুকুল রায়কে বিপর্যস্ত করার জন্য হাতিয়ার খুঁজে পেলেন তিনি। মুকুল রায়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপি শিবির।

মুকুল রায়কে শায়েস্তা করার জন্য শুভেন্দু অধিকারীর হাতে এসেছে মুকুল রায়েরই লেখা একটি চিঠি। বিধায়ক পদ খারিজের শুনানিতেও গরহাজির ছিলেন মুকুল রায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছিলেন তিনি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠিই লিখলেন সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই চিঠিকে হাতিয়ার করেই মুকুল রায়ের বিরুদ্ধে লড়াই সম্ভব।

এক মাস আগে মুকুল রায়ের দাবী মত তাকে ৪ সপ্তাহের বেশি সময় দিয়েছেন অধ্যক্ষ। কিন্তু এই সময়ের মধ্যে উপস্থিত হননি মুকুল রায়। মুকুল রায় তৃণমূল পরিষদীয় দলের সদস্য। তার প্রমাণ রয়েছে বিজেপির হাতে। এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে বিজেপির বিধায়ক পদ ছাড়েননি তিনি। তাই এই মুহূর্তে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা প্রয়োজন বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী।

মুকুল রায়ের অনুপস্থিতির কারণে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ই নভেম্বর। বিজেপি বিধায়ক হওয়া সত্ত্বেও গেরুয়া শিবির ছেড়ে যাওয়ার সময়েও পদ ধরে রেখেছেন তিনি। বিধানসভার পাবলিক অ্যাকউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়েছে তাকে। এই নিয়ে বিজেপি শিবির প্রথম থেকেই মুকুলের বিরুদ্ধে সরব।