সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ন’জ’রে অনুব্রতর মেয়ে, সুকন্যার সংস্থার ন’থি ত’ল’ব করে নো’টি’শ CBI-র

বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল এখন জেলে রয়েছেন কিন্তু তার সাথে তার মেয়েকেও সিবি আই ছেড়ে কথা বলছেন না। অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের যে কোম্পানি রয়েছে সেটাকে নোটিস ধরালো সিবি আই।

জানা যাচ্ছে আগামী সোমবার নাকি এই কোম্পানির দুই ডিরেক্টরকে নথি জমা করার কথা বলেছে সিবি আই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতে, প্রাথমিক শিক্ষিকা সুকন্যা মন্ডলের নামে বহু সম্পত্তির হদিশ পাওয়া গেছে।

আগেই চালকলের হদিশ পাওয়া গিয়েছিল, এবার এ এন এম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছে অনুব্রত কন্যা সুকন্যা। এই সংস্থার নামে ১৬০ ধারায় নোটিশ দেওয়া হয়েছে, সেখানেই সাক্ষী হিসেবে তলব করা হয়েছে কোম্পানির যুগ্ম ডিরেক্টর সুকন্যা ও বিদ্যুৎ বরণকে।

আরো পড়ুন: এখন আর ক’ল্প’না নয়, বাস্তবেই দুবাইয়ের আকাশে ছু’ট’লো উড়ন্ত গাড়ি

সিবি আই মনে করে, এই সংস্থার দ্বারা বহু সম্পত্তি করা হয়েছে, অনুব্রত মন্ডল এখন গরু পাচার মামলায় জেলে বন্দী। গ্রেফতারের আগে যখন তার নামে চার্জশিট দাখিল করা হয়েছিল তখন এই কোম্পানির উল্লেখ পাওয়া গেছে। হুমকি দিয়ে, চাপ সৃষ্টি করে নাম মাত্র দামে এই সংস্থার নামে বহু সম্পত্তি, জমি জমা কেনা হয়েছে।