সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন আর ক’ল্প’না নয়, বাস্তবেই দুবাইয়ের আকাশে ছু’ট’লো উড়ন্ত গাড়ি

এতদিন যেটা কল্পনা ছিল, সেটাই যেন ধীরে ধীরে বাস্তবের রুপ ধারণ করতে চলেছে। কল্পবিজ্ঞানের গল্প পরেছেন কখনও, সেখানে নিশ্চয়ই আগামী ভবিষ্যত কিংবা, উন্নত প্রযুক্তির কথা বলা হয়েছে। যেমন ধরা যাক এখন যে মাটি দিয়ে গাড়ি যাতায়াত করে সেটাই এবার আকাশ দিয়ে উড়বে। শুনে বিশ্বাস না হওয়ারই কথা।

কিন্তু দুবাই সেই কল্পনাকে বাস্তবের রুপ দিতে চলেছে। সিনেমার পর্দা, কল্পনা ছেড়ে এবার বাস্তবের আকাশে উড়ে বেড়াচ্ছে উড়ন্ত গাড়ি। এই উড়ুক্কু গাড়ি যেটা হেলিকপ্টারের মতো উড়ে দেখালো আকাশে, যার নির্মাতা সংস্থার নাম জেপেং আই এন সি। এটি একটি চিনা সংস্থা, বলা যেতে পারে বিজ্ঞানের একটি নতুন আবিষ্কার, যার প্রথম দর্শন পাওয়া গেল দুবাইতে।

জানা গেছে, আগামীতে খুব দ্রুত সংস্থার ইলেকট্রিক এয়ারক্রাফট আসছে আন্তর্জাতিক বাজারে। আন্তর্জাতিক বাজারে উড়ন্ত যানের অবস্থানের ক্ষেত্রে সংস্থা তেমন একটা তাড়াহুড়ো করতে চায় না। ধাপে ধাপে এই আত্মপ্রকাশ ঘটনে যানের।

আরো পড়ুন: ক্লাস ফাইভ পাশ করেই নোকিয়া-স্যামসাং ফোন বা’না’নো! গোয়েন্দারা সকলেই হ’ত’ভ’ম্ব

দুবাইয়ে যে পরীক্ষামূলক উড়ান হয়েছে, সেটা নিয়ে দারুণ ভাবে আশাবাদী সংস্থা। অবশ্যই দুবাই কেওটা সৃজন শীল শহর, যার সাথে এই ভবিষ্যতের যান দারুণ ভাবে খাপ খায়। সেই সব কথা মাথায় রেখেই সংস্থা দুবাইতে এর পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করেছে।