সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্লাস ফাইভ পাশ করেই নোকিয়া-স্যামসাং ফোন বা’না’নো! গোয়েন্দারা সকলেই হ’ত’ভ’ম্ব

পড়াশোনার দৌড় কিন্তু বেশি নয়, মাত্র ৫ পাস। কিন্তু তারা নাকি তাদের ভেলকিতেই মানুষকে বোকা বানাতে পারে দারুণ ভাবে। যেটা দেখে গোয়েন্দারাও চমকে গেছে। এখানে বলা হচ্ছে দুই মোবাইল মেকারের কথা। তারা তাদের হাতের ভেলকিতে নোকিয়া, স্যামসাং ফোন দিব্যি গড়ে তুলতে পারে। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢকায়।

জানা যায় সেখানে হাতিরপুল মোতালেব প্লাজার পেছনেই নাকি এই নকল ফোন তৈরী করা হচ্ছিল। এই খবর গোয়েন্দার কাছে আগেই পৌছায়। তারপরেই তারা অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করে। মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। সাগর হোসেন, রহমত আলী, সুজন আলী, মশিউর রহমান, মনির হোসেন এবং তরিকুল ইসলাম এদের পাক্রাও করা হয় ও তাদের কাছে থাকা ৩১৩ টি নোকিয়া ফোন ও ২০৬ টি স্যামসাং এর ফোন বাজেয়াপ্ত করা হয়।

কিভাবে এই কাজ করা হত? আসলে ব্র্যান্ডের নকল ফোন বানানোর জন্য চিন থেকে জিনি পত্র নিয়ে আসা হত। ফোন গুলোর আয়ু কিন্তু মাত্র দু মাস। তাছাড়া নিয়ম না মেনে এই ফোন তৈরী করা হত যার কারণে ব্যবহারকারীর স্বাস্থ্যের ওপরে দারুণ প্রভাব পরত। অনেকেই কম দামী ফোন কিনতে চাইত, আর তাদের এই ফোন দেখিয়ে দেওয়া হত।

আরো পড়ুন: মানিক জমানায় বহু দু’র্নী’তি, বহু বেআইনি নি’য়ো’গ, উঠছে না’না অভিযোগ

বাংলাদেশ সরকার এই কারণেই নাকি ১০ কোটি টাকার মতো রাজস্ব হারিয়েছে,। এর আরও কোনো জাল ছড়িয়ে আছে কিনা তার খোজ চলছে, তাছাড়া এখন অনেক নামী ফোন কোম্পানি তাদের ফোন বাংলাদেশে বিক্রি করার কথা ১০ বার ভাবছে। তাদের তরফ থেকে সরকারের কাছে আর্জি জানানো হয়েছে বাজারের এই ধরনের অভ্যন্তরীন সমস্যা সমাধানের।