সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বুদ্ধ পূর্ণিমার দিন এই ৩ দেবতার পুজো করুন ম’ন দি’য়ে, স’ব মনস্কামনা পূর্ণ হ’বে

হিন্দু শাস্ত্রে বুদ্ধ পূর্ণিমার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি অবশ্য বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই দিনটি বৈশাখ মাসে পালিত হয়। চলতি বছরে বুদ্ধ পূর্ণিমার সময় এবং দিনক্ষণ পড়েছে ১৬ই মে সোমবার।

এই দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। বৌদ্ধধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলেই বিবেচিত হয়, কারণ এই দিনে কৃষ্ণের নবম অবতার গৌতম বুদ্ধ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন।

হিন্দু এবং বৈদিক শাস্ত্র মতে এই দিনে বুদ্ধদেবের পুজো করা হয় এবং এই দিন বুদ্ধদেবের পুজো করলে সমস্ত দুঃখ-কষ্টর অবসান ঘটে। এইদিন পূর্ণিমা ও বলে অনেক হিন্দুরা ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন।

আরো পড়ুন: পুরুষদের টাক মাথা নিয়ে কটূক্তি এক প্রকার ‘যৌ’ন’ হে’ন’স্থা! অভিযুক্তরা পাবেন শা’স্তি

তবে মনে করা হয় যে এই দিন বুদ্ধদেবের সাথে যদি চন্দ্র দেব এবং বিষ্ণুদেবের পুজো করা হয় তবে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়।

গৌতম বুদ্ধ হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর অবতার। এদিন দরিদ্রকে দান করার নিয়ম নীতি রয়েছে। দিনটি যদি নিয়ম অনুসারে উপোস করে পুজো করা যায় তবে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যায়।

বুদ্ধ পূর্ণিমার সময় সীমা ১৫ই মে রবিবার ১২.৪৫ মিনিট থেকে এবং সেই তিথি থাকবে ১৬ ই মে সোমবার রাত ৯ টা ৪৫ অব্দি। তাই যারা পুজো করতে পারবেন তারা চাইলে ১৬ ই মে অর্থাৎ সোমবারও উপবাস থেকে পুজো করতে পারবেন।