সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৭ জিনিস আপনার ঘ’রে থাকলে সং’সা’র থেকে হারিয়ে যায় সু’খ, আজই স’রি’য়ে ফেলুন

আমাদের জীবন নানা সমস্যায় ভরা। তাই সেইসব সমস্যা কাটাতে বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা দিন দিন বাড়ছে। কারণ, মানুষ ধীরে ধীরে বাস্তুশাস্ত্রের কার্যকারিতা সম্পর্কে অবগত হচ্ছেন। যেমন, গ্রহের শুভ ও অশুভ প্রভাব লক্ষ্য করা যায় ঠিক তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি থমকে যায়। পদে পদে আসে বাধা। অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে।

নিজের অজান্তেই আমরা বাস্তু দোষ কারণ তৈরি করে ফেলি। বাস্তু দোষ সৃষ্টি হতে পারে আসবাবপত্র, বিভিন্ন মুখোশ, ছবি, মূর্তি ইত্যাদি অনেক কিছুর দ্বারাই। ছোট ছোট কিছু কারণে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তখন তার রোষ সংসারের ওপর বর্তায়। তাই কোন জিনিস কোন জায়গায় রাখা ভালো, আবার কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রের ধারেকাছেও রাখা উচিত নয়, তা জেনে রাখা দরকার। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক। বাস্তুশাস্ত্র অনুসারে এই ৭টি জিনিস ঘরে থাকলে সংসারের সুখ শান্তি হারিয়ে যায়, তাই নিজের সংসারের উন্নতিকল্পে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলি সরিয়ে ফেলাই শ্রেয়।

আমরা সকলেই জানি, ভাঙা এবং অকেজো জিনিস ঘরে পড়ে থাকলে পরিবারের অমঙ্গল হয়। সুতরাং আজ আপনাদের সেই কথাই বলতে এসেছি।

১. ভাঙা বিছানা: বাড়িতে যদি প্রেম এবং শান্তি বিরাজ করে তাহলে লক্ষ্মীদেবী সেই বাড়িতে বাস করেন। কিন্তু এই ভাঙা বিছানা বাড়িতে থাকলে বাড়িতে কখনও শান্তি থাকে না। বিবাহিত জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। ফলে মা লক্ষ্মীও ক্রুব্ধ হন। অতএব বাড়িতে ভাঙা বিছানা কখনোই রাখা উচিত নয়।

২. ভাঙা বাসন: বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা এবং অকেজো বাসন ঘরে রাখলে তা অশুভের কারণ হতে পারে। এমনকি ভাঙা বাসন ব্যবহার করলেও তা সংসারের অমঙ্গল ডেকে আনতে পারে। তাই ভাঙা বাসন ঘরে রাখা একদমই উচিত নয়। এর ফলে ঘরে দারিদ্র্য থাকে এবং বাস্তু ত্রুটি থাকে।

৩. ভাঙা ছবি: ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা শখের বশে অনেকেই সুন্দর সুন্দর ছবি ঘরে টাঙিয়ে থাকেন। কিন্তু তা ভেঙে গেলেও সেগুলো দেওয়াল থেকে সরিয়ে নেওয়া হয় না অনেকসময়ই । জ্যোতিষী ডঃ অরবিন্দ মিশ্র জানান, বাড়িতে যদি ভাঙা ছবি থাকে, তাহলে সেখানে বাস্তুর ত্রুটি থাকে।

৪. খারাপ ঘড়ি: এমনকি একটি খারাপ ঘড়িও বাড়িতে রাখলে সেই বন্ধ বা খারাপ ঘড়ি পরিবারের অগ্রগতি বন্ধ করে দেয় বলে মনে করা হয়। ঘরে দারিদ্র্য আসে এবং কাজ সম্পন্ন করতে অনেক বাধা অতিক্রম করতে হয়।

৫. ভাঙা কাচ: ঘরে কখনও ভাঙা কাচ রাখা উচিত নয়। এটি খুবই অশুভ। মনে করা হয় এই ভাঙা কাচ আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ। এ কারণে পরিবারের সদস্যদের মানসিক চাপ বাড়ে এবং ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

৬. ভাঙা দরজা: ভাঙা দরজার কারণেও বাস্তু ক্ষুণ্ণ হয়। যদি বাড়ির প্রধান দরজার কিছু অংশ বা গেট ভাঙা হয়, তাহলে তা অবিলম্বে মেরামত করুন। বিভিন্ন জ্যোতিষীর মতে, ভাঙা গেট ধরে ঘরে নেতিবাচক শক্তির আনাগোনা ঘটে।

৭. আসবাবপত্রের যত্ন নেওয়া আবশ্যক: সবশেষে ঘরের আসবাবপত্রের প্রতি নজর দেওয়া জরুরি। যদি বাড়ির আসবাবপত্র ভাঙা হয়, তাহলে বাস্তু ত্রুটি দেখা দেয়, যে কারণে পরিবারের সদস্যরা অর্থকষ্টে ভোগেন।

তাই শাস্ত্র মতে যদি নিজের পরিবার পরিজন সহ সংসারকে আগলে রাখতে চান এবং সংসারের উন্নতি ঘটাতে চান তাহলে দেরি না করে পুরনো ভাঙা জিনিসের প্রতি মায়া কাটিয়ে জিনিসগুলিকে বাড়ি থেকে বিদায় জানান। তাহলেই দেখবেন সমস্যার অনেকটা সমাধান হয়েছে। সংসারে ফিরে এসেছে সুখ শান্তি সমৃদ্ধি।