সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীর্ঘ ৩০ বছর প’র কুম্ভে প্র’বে’শ শনির, ২ রাশির জাতকদের আড়াই বছর ভা’লো যা’বে না!

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি রাশিতে নানান প্রভাব পড়ে। এই প্রভাবের ফল জাতক-জাতিকাদের রাশির ওপর পরে। এই সমস্ত গ্রহের মধ্যে শনি গ্রহের প্রভাব যখন কারোর উপরে পড়ে তখন সেটা সাড়েসাতি হয় অথবা শনির ধাইয়া হয়।

কোন কোন রাশির ক্ষেত্রে এটি শুভ ফল দান করে আবার কোন ক্ষেত্রে অশুভ। এপ্রিল মাসে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শনি ধীরে প্রবেশ করতে চলেছে। আড়াই বছর ধরেই এই রাশিতে অবস্থান করতে চলেছে শনি। এর ফলে কোন কোন রাশির ক্ষেত্রে এটি অশুভ প্রমাণিত হতে পারে।

কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুনি সেই জন্য দুই রাশিকে খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে আড়াই বছর। এই দুটি রাশিফল তুলা এবং মিথুন।

আরো পড়ুন: সূর্যের বি’স্ফো’র’ণে’ই পৃথিবী ধ্বং’স হবে, সময় ও তারিখ নি’র্ধা’র’ণ করে নি’লো গবেষকরা

শনি রাশি পরিবর্তন করলে সাড়েসাতির প্রভাব পড়বে এই রাশির জাতকদের উপর। যখন শনি, কুম্ভ রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করবে তখন এই দুটি রাশির সাড়ে সাতি প্রভাব থেকে মুক্ত হবে।

এই রাশির প্রভাব শেষ হবে ২০২৩ সালের ১৭ ই জানুয়ারি। এই সময়ে কর্কট, মীন রাশির জাতকদের একটু সাবধান থাকা প্রয়োজন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে।

শনির এই প্রভাবকে কাটাতে গেলে কিছু কাজ করতে হবে সেগুলি হল অশথ্ব গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে সরষের তেলের, তার সঙ্গে যপ করতে হবে ওম শনিশ্চরআয়। শনিবার যদি গুড়, কালো তিল, সরষের তেল দান করা যায় সে ক্ষেত্রে খুব ভালো ফল হয়।