সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মনে হ’চ্ছে ভোট গণনা চলছে! এখনো পর্যন্ত উদ্ধার ৪০ কোটি টা’কা, মি’লে’ছে সোনা ও রুপো

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালিয়ে টাকার পাহাড় উদ্ধার করল ।

ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকার হদিস মিলেছে। সেই টাকা নিয়ে যেতে বেলঘরিয়ার রথতলার ওই অভিজাত আবাসনে একটি ট্রাক আনা হয়।

ট্রাকটি বুধবার রাত ১১টা নাগাদ অর্পিতার বেলঘরিয়ার আবাসনে আসে। সন্ধ্যা থেকে চারটি নোট গোনার যন্ত্র দিয়ে চলে টাকা গোনা।

আরো পড়ুন: Breaking: বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উ’দ্ধা’র এখনো পর্যন্ত ২০ কোটি, ছাপিয়ে যা’বে টালিগঞ্জকেও

গত শুক্রবার ইডি টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে । তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে ‘পার্থ-ঘনিষ্ঠ’-এর। বুধবার সকালে সেখানেই অভিযান চালায় ইডি।

প্রসঙ্গত, গত আটবছরে ৩০১০টি তল্লাশি অভিযানে মোট ৯৯,৩৫৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এদিকে পিএমএলএ বা অর্থ পাচার প্রতিরোধ আইনে ৫,৪২২টি মামলা দায়ের হলেও গত ১৭ বছরে এই আইনের অধীনে মাত্র ২৩ জন দোষী সাব্যস্ত হয়েছে।