সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে বড় ট্রেন চালিয়ে রে’ক’র্ড গড়লো ভারতীয় রেল, ছুটলো ১৭৬ টি ব’গি নিয়ে

সবথেকে বেশি বগি নিয়ে ছুটল ট্রেন ত্রিশূল। গত বৃহস্পতিবার ত্রিশূল নামের ওই মালগাড়িটি চালানো হয়েছে যার মধ্যে বগির সংখ্যা ছিল মোট 176 টি। সাধারণভাবে এমন একটি মালগাড়িকে তিনটি ট্রেনের সময় দীর্ঘ বলে দাবি করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। রেলের তরফ থেকেও দাবি করা হয়েছে যে অতীতে এতগুলি বগি নিয়ে দেশে কোনও ট্রেন চালানো হয়নি।

দক্ষিণ মধ্য রেলের বিজয়বাড়াতে এত বড় রেল তৈরি করা হয়েছে। তিনটি ট্রেনের কামরা একসঙ্গে জুড়ে দিয়ে এই মাল গাড়ি থেকে তৈরি করা হয়েছে বলে এর নাম রাখা হয়েছে ত্রিশূল। বিজয়ওয়াড়া থেকে ট্রেনটি দক্ষিণ মধ্য রেলের দুভাড়া স্টেশন পর্যন্ত পৌঁছেছে। তবে এই মাল গাড়ির মধ্যে কোনও পণ্য বোঝাই ছিল না।

এদিন প্রধানত পরীক্ষামূলকভাবেই মাল গাড়িটিকে চালনা করা হয় রেলের তরফ থেকে। যেখানে যেখানে পণ্য পৌঁছাতে হবে সেখানে কম সময়ের মধ্যে খালি কামরা পৌঁছে দেওয়াই প্রধানত এদিন রেলের উদ্দেশ্য ছিল। এতে সময়ের পাশাপাশি শ্রমও বাঁচবে বলে মনে করা হচ্ছে।

তিনটের বদলে একটি মালগাড়ি যাওয়ার কারণে ওই রুটে অন্যান্য ট্রেন যাতায়াতের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরও সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের পথে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের খুব চাপ থাকে। সেই চাপ কমানোর ক্ষেত্রে অনেকখানি সুবিধাজনক হবে এই ব্যবস্থা।