সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

1 টাকার সমান 1 ডলার! এরকম হলে কতটা লা’ভ হ’বে আপনার? ক্ষ’তি হবে কতটা?

আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম অনেকটাই কম। যতদিন এগোচ্ছে ডলার এবং টাকার ব্যবধান আরো বাড়ছে। বর্তমানে আমেরিকার এক ডলার ভারতীয় টাকা ৮২. ৯১ টাকা। আমেরিকার মতো শক্তিশালী ও উন্নত দেশকে ছুতে এখনো অনেকটা পথ এগোতে হবে ভারতকে।

ডলার এবং মুদ্রার তুল্যাংক যদি বিচার করা হয় তবে কি সত্যিই কোনদিনও ডলার কে ছুঁতে পারবে ভারতীয় টাকা! কেমন হবে তখন মানুষের দৈনন্দিন জীবনযাপন। টাকার দাম যখন ডলারের মতন হবে তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমবে। বিলাসবহুল জিনিসপত্রের দাম কমে যাবে। লাভ হবে মধ্যবিত্তের।

দামি আইফোন পাওয়া যাবে ৬০০ টাকায়। ভারতে বিদেশ থেকে আমদানি করা আরো সহজ হবে। ভারতের পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। খুব কম টাকায় ঘুরে আসতে পারবেন বিদেশে। যদিও রপ্তানি খরচ বৃদ্ধি পাবে বিদেশে রপ্তানি করার জন্য অনেকটাই খরচ করতে হবে ভারতকে।

ভারতের কাছ থেকে নানান রকম দামি পণ্য কিনবে অন্যান্য দেশ তবে অনেক বিদেশী বাণিজ্য সংস্থা আর ভারতে বাণিজ্য করবে না ভারতে বাণিজ্যের খরচ অনেকটাই কম যে কারণে বিদেশি সংস্থাগুলি ভারতে আসে বিজনেস করতে! ভারতের জিডিপিতে ৬০ শতাংশ অবদান থাকে বিভিন্ন পরিষেবায়!

আরো খবর: এখনো দিনের বেশিরভাগ সময় মাঠেই চাষবাস করতে ব্য’স্ত থাকেন বলিউড কুইনের মা, কি বলছেন কঙ্গনা?

টাকা এবং ডলার যদি সমমূল্যের হয়ে যায় তখন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রগুলিতে বিনিয়োগ কমে যাবে! আমেরিকায় যে শ্রমিক পাওয়া যায় মাত্র ৩০০০ টাকায় ভারতের ক্ষেত্রে তাতে খরচ করতে হয়, ৭৫ হাজার টাকা। তবে পিছিয়ে পড়া দেশগুলোতে মাত্র ৩ হাজার টাকায় শ্রমিক মেলে সেখানে ৭৫ হাজার টাকায় কেন কোনো দেশ শ্রমিক নেবে আমাদের দেশ থেকে? তবে ডলারের সমতুল ছিল ভারতীয় টাকা। তখন সবেমাত্র স্বাধীন হয়েছে দেশ এক টাকা আমেরিকান ডলারের এক সমতুল্য ছিল।

ক্রমবর্ধমান সময়ের সঙ্গে সঙ্গে ডলারের চেয়ে দুর্বল হয়েছে ভারতীয় টাকা। যদিও এর অনেকটাই সরকারের উপর নির্ভরশীল অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রাকে দুর্বল করে রাখা সরকারের কাছে একটা হাতিয়ার বলা যায়।

যে দেশগুলোর রপ্তানির উপর অর্থনৈতিক কাঠামোকে দাঁড় করিয়ে রাখে তারা সবসময় মুদ্রাকে দুর্বল করে রাখে। আমদানি ও রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী বিদেশে পণ্য বিক্রির চেয়ে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ ভারতে বেশি। ফলে ভারতের মুদ্রা যত শক্তিশালী হবে ততই লাভ হবে বলেই মনে করে বিশেষজ্ঞ মহল।