সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ক’ডা’উ’নে’র সময় পরিযায়ী শ্রমিকদের বিমানে বাড়ি পা’ঠা’নো কৃষক সু’ই’সা’ই’ড করলেন

মানবতার সবচেয়ে বড় ধর্ম হল মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আর বিপদের সময় যে মানুষ জীবন রক্ষা করে সে ‘ঈশ্বরের’ থেকে কিছুমাত্র কম নয়। আর বিপদ যে কতটা ভয়ানক হতে পারে তা সব মানুষই কমবেশি বুঝেছিলেন লকডাউনের সময়। আজকের প্রতিবেদনের বিষয় এমন এক ব্যক্তিত্ব যিনি গতবছর করোনাকালে লকডাউন চলাকালীন সমাজসেবামূলক কার্যাবলীতে নিজেকে যুক্ত করেছিলেন।

সেসময় গোটা দেশ ছিল পুরোপুরি স্তব্ধ। সেই ভয়াবহ পরিস্থিতিতে দেশের পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিহারের শ্রমিকদের বিমানের টিকিট কেটে দিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন। খাবার ও জল দিয়ে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা মিটিয়েছিলেন।

তিনি হলেন উত্তর দিল্লির সাধারণ এক কৃষক, নাম পাপ্পন সিংহ গহলৌত। যাঁর সামাজিক দায়িত্ববোধের কাহিনি বর্ণিত হয়েছিল বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কন্ঠে। তিনিই মঙ্গলবার নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন। পাপ্পনের মৃতদেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে।

আরো পড়ুন: কেষ্টর কপালে কি আ’রো খারাপ স’ম’য় আসছে? এবার ত’দ’ন্তে না’ম’ছে ED

এই চিঠি অনুযায়ী, দুরারোগ্য ব্যাধির কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। দেহটি এখন ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান সূত্রে খবর, ওই কৃষক আত্মহত্যাই করেছেন, বাড়িতে তাঁর স্ত্রী এবং এক কন্যা আছেন।