সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেষ্টর কপালে কি আ’রো খারাপ স’ম’য় আসছে? এবার ত’দ’ন্তে না’ম’ছে ED

গরু পাচার মামলায় আরো একবার তৎপর হয়েছে ইডি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষী, শায়গল হোসেনকে হেফাজতে নিতে চান ইডি। দুজনকেই দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেহরক্ষী যোগাযোগ নিয়ে সিবিয়ের পাশাপাশি আলাদা করে তদন্ত করতে চাই ইনফোর্সমেন্ট ডিরেক্টর।

গরু পাচার মামলায় এবার cbi এর পাশাপাশি তদন্তে আরও এক কেন্দ্রীয় সংস্থা জড়িয়ে পড়তে চলেছেন। সূত্র থেকে জানা গেছে, গরু পাচার মামলায় দ্রুত সেয়গল হোসেনকে এবার নিজের হেফাজতে নেবেন ইডি। তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের দেহ রক্ষির পাহাড় প্রমাণ সম্পত্তির খদিস পেয়েছে সিবিআই।

বীরভূম কলকাতা এবং মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় নামি এবং বেনামি প্রচুর সম্পত্তি রয়েছে অনুব্রত মন্ডলের দেহরক্ষীর নামে। অনুব্রত মন্ডলের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকার সময় গরু পাচার করার টাকা দিয়ে এত বিশাল সম্পত্তি করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গরু পাচার মামলায় সংশোধনাগারী রয়েছেন অনুব্রত মণ্ডল এবং শায়গল।

আরো পড়ুন: এবার মঙ্গলের মানচিত্রে নদীর গতিপথের খোঁ’জ পে’লো বিজ্ঞানীরা!

জামিনের আরজি প্রত্যাখ্যান করে দিয়েছেন আদালত ফলে এখন ১৪ দিনের জন্য জেলের ভাত খেতে হবে অনুব্রত মণ্ডলকে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং সায়গলকে নিয়ে দিল্লিতে জেরা করার জন্য আদালতে দ্বারস্থ হয়েছেন ইডি।